West Bengal News Live: শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা মমতার
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
LIVE

Background
WB News Live: শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা মমতার
শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবহার করলেন গদ্দার, পকেটমারের মতো শব্দবন্ধ। ক্ষমতা থাকলে নাম নিয়ে দেখান! আমাকে যত আক্রমণ করবেন, তত বেশি ভোটে লোকসভায় হারবেন! আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও।
West Bengal News Live: ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হল একাধিক জেলাশাসককে
ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হল একাধিক জেলাশাসককে। বিরোধীদের অভিযোগের পরই, কড়া হল নির্বাচন কমিশন। এদিকে সন্দেশখালি নিয়ে বসিরহাটের এসপিকে কার্যত তুলোধনা করল নির্বাচন কমিশন। প্রয়োজনে সিনিয়র অফিসারদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হল কমিশনের তরফে।
WB News Live: সন্দেশখালি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার
সন্দেশখালি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। যদি তদন্তে স্থগিতাদেশ থাকে তাহলে কীভাবে শেখ শাহজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হল? কেন জেল হেফাজতে নেওয়া হল না? সরকারকে প্রশ্ন প্রধান বিচারপতির। সন্দেশখালির ঘটনার তদন্তভার নিতে চেয়ে হাইকোর্টে সওয়াল করল সিবিআই। শুনানি শেষে রায়দান স্থগিত।
West Bengal News Live: তিন ঘণ্টার ব্যবধানে একই রাস্তা সংস্কারের শিলান্যাস করল বিজেপি ও তৃণমূল
দুই ফুলের পথের দাবিতে ব্যাপক চাঞ্চল্য পুরাতন মালদার মহিষবাথানিতে। তিন ঘণ্টার ব্যবধানে একই রাস্তা সংস্কারের শিলান্যাস করল বিজেপি ও তৃণমূল। বেহাল রাস্তার হাল ফিরবে কবে জানেন না কেউ। ভোটের আগে কাজ শুরুর কৃতিত্ব নিতে দুই দলের দড়ি টানাটানি দেখে বিরক্ত গ্রামবাসী।
WB News Live: সন্দেশখালি যেতে এবার বাধা বিজেপির তপশিলি উপজাতি মোর্চার প্রতিনিধি দলকে
সন্দেশখালি যেতে এবার বাধা বিজেপির তপশিলি উপজাতি মোর্চার প্রতিনিধি দলকে। মালঞ্চতেই ব্যারিকেড করে আটকাল পুলিশ। প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ওপর ধর্নায় বসেন বিজেপি বিধায়ক ও ST মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু। শেখ শাহজাহানের গ্রেফতারিতে দীর্ঘসূত্রিতায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
