West Bengal News Live: শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা মমতার
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
LIVE
Background
- ভোটের বাংলায় বড় চমক দিতে চলেছে বিজেপি। প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা, বৃহস্পতিবার যোগদানের সম্ভাবনা।
বিচারপতি থেকে ভোট-যুদ্ধে - আচমকা অবসরের সিদ্ধান্ত, এবার ভোটের ময়দানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা, তারপরেই অন্য লড়াই।
'মঙ্গলে ইস্তফা' - অবসরের ৫ মাস আগেই ইস্তফা দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগদানের সম্ভাবনা। প্রার্থী হতে পারেন তমলুকে।
বৃহস্পতিতে বিজেপিতে? - ভোটের লড়াইয়ে নামার কথা ঘোষণা করেই তৃণমূলকে চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
লড়াইয়ে নেমেই চ্যালেঞ্জ - ভোটে দাঁড়ালেও তৃণমূলের হয়ে নয়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বুঝিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
'তৃণমূলের হয়ে নয়' - আগাম অবসরের সিদ্ধান্ত নিয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিশানায় তৃণমূল। চোরেদের রাজ্য বলে আক্রমণ।
'বাংলায় চৌর্য সাম্রাজ্য' - দুর্নীতির বিরুদ্ধে একের পর যুগান্তকারী রায়। হঠাৎ কেন রাজনীতিতে? বুঝিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
'অন্ধকার থেকে মুক্তি চাই' - সৎ মানুষের বিজেপিতে আসাটাই স্বাভাবিক। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানালেন সুকান্ত। জনতার মাঝে ভগবান, সুস্বাগতম পোস্ট কৌস্তভের।
'জনতার মাঝে ভগবান' - হঠাৎ আইনের আঙ্গিনা ছেড়ে রাজনীতির ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়। যেখানেই যান, সেখানেই যেন আমাদের জন্য কিছু করেন, বলছেন চাকরিপ্রার্থীরা।
'যেখানেই যান, পাশে থাকুন' - কড়া আক্রমণের পথ থেকে সরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত কুণালের। রায়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন বাবুলের।
স্বাগত জানিয়েও কটাক্ষ - বিচারপতি থেকে ভোটপ্রার্থী। এবার মুক্তি পাবে বিচারবিভাগ, কটাক্ষ তৃণমূলের। বিতর্ক উঠলে জবাব দেব, জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি থেকে ভোটপ্রার্থী - ভোটের মুখে তৃণমূলে ধাক্কা, দল ছাড়ছেন তাপস রায়? সুদীপকে নিয়ে মুখ খোলার পরে জোর জল্পনা। ফোনও ধরলেন না দলের, মান ভাঙাতে বিধায়কের বাড়িতে ১ মন্ত্রী।
তৃণমূল ছাড়ছেন তাপস? - ৯দিনে ৪ বার। তৃণমূলের ব্রিগেডের আগের দিনই ফের বাংলায় প্রধানমন্ত্রী। বুধবার বারাসাত, শনিবার শিলিগুড়িতে সভা। ৩০টি সমাবেশের প্রস্তুতি বঙ্গ বিজেপির।
ভোটের বঙ্গে ফের মোদি - ভোট-উত্তাপ বাড়িয়ে এবার রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার পর্যন্ত একাধিক বৈঠক। কলকাতা থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
রাজ্যে 'ফুল বেঞ্চ' - রাশি রাশি অভিযোগ। সাসপেনশনের পরেও সন্দেশখালির ধৃত মাস্টারমাইন্ডের হয়ে তৃণমূল নেতার সওয়াল। (বাইট-শেখ শাহজাহান মানুষের মনের মধ্যেই আছে)
'হৃদয়ে' আছে শাহজাহান! - সাংবিধানিক আদালত থেকে এবার মানুষের আদালতে। এজলাসের গণ্ডি ছাড়িয়ে রাজনীতির ময়দানে। আচমকা ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
- আচমকা ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবিপি আনন্দর খবরে ভোটের আগে তোলপাড় রাজনীতি। তমলুকে বিজেপির হয়ে ভোটে লড়াই?
- কীভাবে দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলেছিলেন বিচারপতি? বিচারপতি থাকাকালীনই ২০২২-এ একান্ত সাক্ষাৎকার। ফিরে দেখা সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ।
WB News Live: শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা মমতার
শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবহার করলেন গদ্দার, পকেটমারের মতো শব্দবন্ধ। ক্ষমতা থাকলে নাম নিয়ে দেখান! আমাকে যত আক্রমণ করবেন, তত বেশি ভোটে লোকসভায় হারবেন! আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও।
West Bengal News Live: ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হল একাধিক জেলাশাসককে
ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হল একাধিক জেলাশাসককে। বিরোধীদের অভিযোগের পরই, কড়া হল নির্বাচন কমিশন। এদিকে সন্দেশখালি নিয়ে বসিরহাটের এসপিকে কার্যত তুলোধনা করল নির্বাচন কমিশন। প্রয়োজনে সিনিয়র অফিসারদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হল কমিশনের তরফে।
WB News Live: সন্দেশখালি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার
সন্দেশখালি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। যদি তদন্তে স্থগিতাদেশ থাকে তাহলে কীভাবে শেখ শাহজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হল? কেন জেল হেফাজতে নেওয়া হল না? সরকারকে প্রশ্ন প্রধান বিচারপতির। সন্দেশখালির ঘটনার তদন্তভার নিতে চেয়ে হাইকোর্টে সওয়াল করল সিবিআই। শুনানি শেষে রায়দান স্থগিত।
West Bengal News Live: তিন ঘণ্টার ব্যবধানে একই রাস্তা সংস্কারের শিলান্যাস করল বিজেপি ও তৃণমূল
দুই ফুলের পথের দাবিতে ব্যাপক চাঞ্চল্য পুরাতন মালদার মহিষবাথানিতে। তিন ঘণ্টার ব্যবধানে একই রাস্তা সংস্কারের শিলান্যাস করল বিজেপি ও তৃণমূল। বেহাল রাস্তার হাল ফিরবে কবে জানেন না কেউ। ভোটের আগে কাজ শুরুর কৃতিত্ব নিতে দুই দলের দড়ি টানাটানি দেখে বিরক্ত গ্রামবাসী।
WB News Live: সন্দেশখালি যেতে এবার বাধা বিজেপির তপশিলি উপজাতি মোর্চার প্রতিনিধি দলকে
সন্দেশখালি যেতে এবার বাধা বিজেপির তপশিলি উপজাতি মোর্চার প্রতিনিধি দলকে। মালঞ্চতেই ব্যারিকেড করে আটকাল পুলিশ। প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ওপর ধর্নায় বসেন বিজেপি বিধায়ক ও ST মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু। শেখ শাহজাহানের গ্রেফতারিতে দীর্ঘসূত্রিতায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।