(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News: কখনও অধ্যক্ষকে নিগ্রহ, কখনও উপাচার্যকে হেনস্থা, বাংলার শিক্ষাঙ্গনে তাণ্ডবের নজির
TMC: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, শিক্ষাঙ্গনে গুন্ডামির ঘটনা। আর তাতে ফের কাঠগড়ায় তৃণমূল।
কলকাতা: কলেজে ঢুকে অধ্যক্ষকে নিগ্রহ, অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারা, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হেনস্থা করা - গত ১২ বছরে, বাংলার শিক্ষাঙ্গনে তাণ্ডবের এমন একাধিক নজির রয়েছে। নাম জড়িয়েছে শাসকদলের নেতাদের। নরেন্দ্রপুরের (Narendrapur) ঘটনা সেই তালিকায় নবতম সংযোজন। যা নিয়ে সরব হয়েছেন শিক্ষাবিদদের একাংশ।
শিক্ষাঙ্গনে তাণ্ডবের একাধিক নজির: আর নরেন্দ্রপুরের ঘটনায় ফের কাঠগড়ায় তৃণমূল। যা নিয়ে তোলপাড় গোটা বাংলা। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে এমন ঘটনা তো বারবার ঘটেছে। কোথাও পড়ুয়াদের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত হয়ে উঠছে কলেজ ক্যাম্পাস। কোথাও অধ্যক্ষকে চরম হেনস্থা করা হয়েছে। কোথাও অধ্যাপককে টানাহেঁচড়া করা হয়েছে। প্রত্যেকটি ছবিই সমান লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক।
২০১১ সালের ১৭ ডিসেম্বর,পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে গন্ডগোল বেঁধেছিল যাদবপুর বিদ্যাপীঠে। পড়ুয়া-অভিভাবকদের সামনেই বেধড়ক মারধর করা হয়েছিল প্রধান শিক্ষককে। তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তর লোকজন স্কুলে তাণ্ডব চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। ২০১২ সালের এই জানুয়ারি মাসেই রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয় ৷ মারধর করা হয় অধ্যক্ষকে৷ উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের তৎকালীন কার্যনির্বাহী সভাপতি তিলক চৌধুরীর বিরুদ্ধে ছিল মূল অভিযোগ। ওই বছরই ২৪ এপ্রিল ভাঙড় কলেজে অধ্যাপিকা দেবযানী দে-কে গালিগালাজ করে, জলের জগ ছুড়ে মারা হয়। অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। একই বছরে ৪ জুলাই ইটাহারের মেঘনাদ সাহা কলেজের অধ্যক্ষকে প্রায় ৯ ঘণ্টা ধরে দিনভর তালাবন্দি করে রাখার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।
নানা সময় শাসকের পক্ষ থেকে সতর্কবার্তা, হুঁশিয়ারি, তর্জন-গর্জন করা হলেও- কোনও কিছুতেই কাজ হচ্ছে না। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলার বিষবৃক্ষ মাথাচাড়া দিচ্ছেই। দায় কে নেবে? ২০১৯-এর ২৪ জুলাই হুগলির কোন্নগরের হীরালাল পাল কলেজের অধ্যাপককে হেনস্থার অভিযোগ ওঠে সেই TMCP-র বিরুদ্ধেই। ২ বছর আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা...অকথ্য ভাষায় গালিগালাজ করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন মণ্ডল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Suvendu Adhikari: রাহুলকে নিয়ে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, FIR দায়ের কংগ্রেসের