(Source: Poll of Polls)
SSC Job Cancel : কাদের বেতন ফেরত দিতে হবে, কাদের নয়? কারা নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ হওয়া অবধি পাবেন বেতন?
নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কারা ? বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কী হবে? কী জানিয়েছে সুপ্রিম কোর্ট

কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায়, পার্থ প্রতিম ঘোষ, কলকাতা : বাড়িতে ছোট্ট বাচ্চা, বয়স্ক মা-বাবা, কারও পড়াশোনা, তো কারও চিকিৎসার খরচ। আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে! কীভাবে শোধ করবেন EMI? কীভাবে সামলাবেন ঋণের বোঝা? বুঝেই উঠতে পারছেন না তাঁরা। এরই মধ্যে আদালতের নির্দেশে, একদলকে বেতন ফেরত দিতে হবে। তারা কারা ? চাকরি হারানো প্রত্যেককে মোটেই বেতল ফেরত দিতে হবে না । দিতে হবে তাদেরই যাঁদের নাম আছে 'দাগি'দের তালিকায়। এই 'দাগি'রাই বা কারা ?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের রায়ের ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। এখন প্রশ্ন হল সুপ্রিম কোর্টের এই রায়ের পর কারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন, কারা পারবেন না? কাদের বেতন ফেরত দিতে হবে, কাদের দিতে হবে না?
কাদের বেতন ফেরত দিতে হবে?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রশ্নাতীত ভাবে যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগী’ (টেন্টেড), তাঁদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, তাঁদের নিয়োগ বাতিল হবে। কিন্তু তাঁদের কোনও বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই।
নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কারা ?
আদালতের বক্তব্য, যাঁরা যোগ্য বা অযোগ্য বলে চিহ্নিত নন, তাঁরা সকলেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে বয়সে ছাড়ের কথাও রায়ের প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে।সর্বোচ্চ আদালতের মন্তব্য, ‘‘আমাদের মতে, এটাই ন্যায্য। এটাই হওয়া উচিত। এতে তাঁরা আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।’’
বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কী হবে?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং নতুন বাছাই প্রক্রিয়া এবং নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে। যদি প্রয়োজন হয়, বয়স এবং অন্যান্য ছাড় সহ।
সুপ্রিম কোর্টের রায়ের পর, কোনও স্কুলে চাকরি গেছে ৫০ শতাংশের বেশি শিক্ষকের। কোনও স্কুলে চাকরি গেছে এক তৃতীয়াংশের বেশি শিক্ষকের। বাদ যাননি শিক্ষাকর্মীরাও। আর এই পরিস্থিতিতে যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, স্কুলে পড়াবেন কারা? যারা উচ্চমাধ্যমিকের খাতা দেখছিলেন, তাঁদের ক্ষেত্রেই বা কী ব্যবস্থা নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ?























