Cyclone Remal Update : ২ দিন পরেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনাবে নিম্নচাপ ! তারপরই ফুঁসে উঠবে রেমাল?
West Bengal Weather Report : পূর্বাভাস বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২২ মে একটি নিম্নচাপ তৈরি হবে। প্রাথমিকভাবে এই সিস্টেম উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।
কলকাতা : এ বছর নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে বর্ষা ( Monsoon Update ) , পূর্বাভাস ছিলই। মে মাসের ১৯ তারিখেই ভারতে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আর তার প্রভাবে বৃষ্টি শুরু হতে আর বেশি দেরি নেই। ভারত ভূখণ্ডে প্রবেশ করলেও, এখনও বাংলায় বর্ষা প্রবেশ করতে সময় লাগবে। তবে এখনও পর্যন্ত ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতি দেখে বর্ষা আসার আগে ঘূর্ণিঝড় রিমেল ( Remal )বা রেমালের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ এলাকায় রবিবার প্রবেশ করেছে। হিসেব মতো, নির্ধারিত সময়ের তিন দিন আগে এসেছে বর্ষা। মলদ্বীপ কোমোরিন এলাকা, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় পৌঁছে গেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
রেমাল বা রিমেল আদৌ আসবে কি ?
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২২ মে একটি নিম্নচাপ তৈরি হবে। প্রাথমিকভাবে এই সিস্টেম উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেমটি শুক্রবার ২৪ মে ডিপ-ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসম ভবন এখনও এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। তবে একাধিক মার্কিন ও জার্মান মডেল ইঙ্গিত দিয়েছে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে এর নাম দেওয়া হবে রিমেল বা রেমাল। নামটি ওমানের দেওয়া।
বৃষ্টির সম্ভাবনা
এরই সঙ্গে মঙ্গলবার আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ৭ দিন কেমন ভাবে বদলাবে কলকাতার আবহাওয়া
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
20-May | 25.0 | 37.0 | Rain or Thundershowers with strong gusty winds | |
21-May | 25.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
22-May | 26.0 | 37.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
23-May | 28.0 | 37.0 | Generally cloudy sky with Light rain | |
24-May | 27.0 | 35.0 | NA | |
25-May | 26.0 | 34.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
26-May | 26.0 | 34.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |
আরও পড়ুন :
ভোটের সব খবর এক ক্লিকে এখানে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে