Weather Today: শ্রাবণ শেষে গভীর নিম্নচাপ, বইছে দমকা হাওয়া, ভারী বৃষ্টি জেলায় জেলায়
Weather Today: দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইছে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শ্রাবণ (Sawan) শেষে গভীর নিম্নচাপের (Depression) প্রভাবে আজও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি (Rain)। কলকাতায় (Kolkata) সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইছে। ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ঝাড়খণ্ড (Jharkhand) থেকে ওড়িশার (Odisha) দিকে সরে গিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এর জেরে শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
রাজ্যজুড়ে ঘাটতির মধ্যেই রবিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। স্বাধীনতা দিবসেও সেই বৃষ্টির রেশ একই ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। তবে আজ বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
আরও পড়ুন, স্বাধীনতার হীরক জয়ন্তীতে শতবর্ষের পঞ্চ সংকল্প, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই’; এক নজরে মোদির বার্তা
অগাস্টের মাঝামাঝি এসে নিম্নচাপের বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন থেকে এখনও পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে অগাস্টে স্বাভাবিক বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
নিম্নচাপ ও ভরা কটালের জের। মুড়িগঙ্গা নদীতে জলস্ফীতি। প্লাবিত নামখানা বাজার ও নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। গোসাবার পুঁইজালি, বিদ্যাধরী-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। নদীবাঁধ উপছে জল ঢুকেছে কুমিরমারি, কচুখালি, বিপ্রদাসপুর, আমতলি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়।