West Bengal Weather Update : পৌষে জোরদার হল শীত, এক ধাক্কায় স্বাভাবিকের থেকে নেমে গেল তাপমাত্রা
West Bengal Weather Report : আজ কলকাতার তাপমাত্রা কত ? পৌষের প্রথম দিনে তাপমাত্রা কত নামল ?
সঞ্চয়ন মিত্র, কলকাতা : পৌষের প্রথম দিনে আরও নামল পারদ। আজ এই মরশুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার পথে বাধা সরতেই নামতে শুরু
করেছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
উত্তুরে হাওয়ার বাধা সরতেই জেলায় জেলায় পারদ পতন। দার্জিলিঙে ৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা। বাঁকুড়া ও পানাগড়ে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। মালদায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন :
শনির দৃষ্টিতে জীবন জেরবার? দুর্ভাগ্য় কিছুতেই কাটছে না ? সস্তা এই জিনিসেই আসবে সৌভাগ্য
গতকাল তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ৩ দিন শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলাতেও নেমেছে পারদ। । মাঝ ডিসেম্বরেও গত কয়েকদিনে তাপমাত্রা খুব একটা নামেনি। স্বাভাবিকের ওপরেই ছিল। আবার উত্তুরে হাওয়ার পথ খুলতেই নামল পারদ।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
17-Dec | 13.0 | 26.0 | Mainly Clear sky | |
18-Dec | 14.0 | 26.0 | Mainly Clear sky | |
19-Dec | 15.0 | 26.0 | Mainly Clear sky | |
20-Dec | 15.0 | 27.0 | Mainly Clear sky | |
21-Dec | 15.0 | 27.0 | Mainly Clear sky | |
22-Dec | 16.0 | 27.0 | Mainly Clear sky | |
23-Dec | 16.0 | 28.0 | Mainly Clear sky |