West Bengal Winter Update : আজও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা, নতুন বছরে আদৌ শীত ফিরবে ?
Weather Update 29 December : কমেছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। তবে নতুন বছরে ফের পারদ নামার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : কলকাতার তাপমাত্রা সামান্য কমলেও দক্ষিণবঙ্গে বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় আজ সকালের তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর ফলে পূবালী হাওয়ার দাপট বাড়ছে। কমেছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব।
কলকাতার আবহাওয়া
স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি উপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহে নতুন বছরে ফের পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। কলকাতায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও হয়ে যাচ্ছে মহানগরে। সকালে হালকা মাঝারি কুয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ। কলকাতায় আজ সকালের তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতার পারদ এর নামতে এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে বর্ষশেষে আর শীত পড়বে ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
নতুন বছরের শুরুতে বৃষ্টি ও পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। হালকা তুষারপাত হতে পারে সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুকনো আবহাওয়া। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
এক নজরে দেখে নেওয়া যাক আগামী মৌসম ভবনের ওয়েবসাইট অনুসারে বাংলার কোন জেলার তাপমাত্রা কেমন
সূত্র : https://mausam.imd.gov.in/
Date: 2023-12-29 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Asansol | 26.7 (28/12) | 2 | 15.0 | 4 | 86 | 64 (28/12) | NIL |
ASHOKNAGAR | 27.2 (28/12) | -- | 14.7 | -- | -- | -- | NIL |
Baharampur | 25.6 (28/12) | 1 | 17.2 | 5 | 89 | 70 (28/12) | NIL |
Bankura | 26.1 (28/12) | 1 | 13.0 | 2 | 89 | 67 (28/12) | NIL |
Bishnupur | 26.1 (28/12) | -- | 13.0 | -- | 89 | 67 (28/12) | NIL |
Burdwan | 28.0 (28/12) | 3 | 14.6 | 3 | 77 | 88 (28/12) | NIL |
Coochbehar | 28.1 (28/12) | 4 | 11.6 | 2 | 72 | 81 (28/12) | NIL |
Darjeeling | 12.0 (28/12) | 0 | 6.2 | 4 | 87 | 81 (28/12) | NIL |
Diamond Harbour | 28.4 (28/12) | 3 | 16.6 | 3 | 89 | 81 (28/12) | NIL |
Digha | 27.7 (28/12) | 2 | 15.7 | 3 | 84 | 77 (28/12) | NIL |
Jalpaiguri | 30.3 (28/12) | 6 | 12.8 | 2 | 80 | 72 (28/12) | NIL |
Kalimpong | 17.0 (28/12) | 1 | 10.3 | 3 | 83 | 69 (28/12) | NIL |
Kolkata-Alipur | 26.4 (28/12) | 1 | 16.9 | 3 | 85 | 70 (28/12) | NIL |
Kolkata-Dum Dum | 26.5 (28/12) | 1 | 17.4 | 5 | 76 | 69 (28/12) | NIL |
Kolkata-Howrah | 26.0 (28/12) | 2 | NA | -- | 87 | 70 (28/12) | NIL |
Kolkata-Salt Lake | 27.6 (28/12) | -- | 17.6 | -- | 74 | 63 (28/12) | NIL |
Krishnanagar | 25.2 (28/12) | 0 | 11.4 | 0 | 77 | 60 (28/12) | NIL |
Malda | 26.3 (28/12) | 3 | 17.2 | 5 | 78 | 67 (28/12) | NIL |
Maya Bandar | 29.0 (28/12) | 0 | 24.2 | 1 | 84 | 72 (28/12) | NIL |
Midnapore | 26.0 (28/12) | 1 | 15.3 | 3 | 86 | 69 (28/12) | NIL |
MURSHIDABAD | 27.7 (28/12) | -- | 15.7 | -- | -- | -- | NIL |
Nancowrie | 30.2 (28/12) | -1 | 26.8 | 2 | 79 | 91 (28/12) | NIL |
Port Blair | 31.2 (28/12) | 1 | 26.3 | 3 | 70 | 74 (28/12) | NIL |
PURULIA | 26.3 (28/12) | 3 | 12.1 | 0 | 89 | 59 (28/12) | NIL |
RAMSHAI | 28.4 (28/12) | -- | 11.5 | -- | 74 | 82 (28/12) | NIL |
RATUA | 25.8 (28/12) | -- | 14.8 | -- | 89 | 98 (28/12) | NIL |
SANTINIKETAN BOLPUR | 26.6 (28/12) | -- | 14.9 | -- | 90 | 79 (28/12) | NIL |
Siliguri | 30.2 (28/12) | -- | 11.4 | -- | 68 | 80 (28/12) | NIL |
Sriniketan | 26.0 (28/12) | 2 | 13.8 | 3 | 91 | 76 (28/12) | NIL |
Sunderban | 27.0 (28/12) | 2 | 17.5 | 3 | 85 | 80 (28/12) | NIL |
আরও পড়ুন :
নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে, 'আমন্ত্রণ' হিসাবে অযোধ্যা থেকে কী এল জয়গাঁওয়ে ?