(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Weather Update : সকাল শুরু বৃষ্টি দিয়ে, আগামী ২-৩ ঘণ্টা এই জেলাগুলিতে প্রবল হবে ধারাপাত, জানাল আবহাওয়া দফতর
Weather Update : এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : সপ্তাহের প্রথম কাজের দিন শুরুই হল আকাশের গোমরা মুখ দিয়ে। সকাল থেকে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি শহরের বুকে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টাতেই ভারী বৃষ্টি চলবে কয়েকটি জেলায়। বাঁকুড়া পূর্ব বর্ধমান , মূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া,পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি নামবে। (Rain)
কলকাতার রাস্তায় জল
সকাল থেকে তুমুল বৃষ্টিতে (West Bengal Weather Update) কলকাতার কয়েকটি রাস্তায় জল জমেছে ইতিমধ্যেই। মুদিয়ালির কাছে গোড়ালি-ডোবা জল রয়েছে। জল জমেছে পার্ক সার্কাস কানেক্টর, আনোয়ার শা মোড়ের কাছেও। দ্রুত জল নামাতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। (Kolkata Municipal Corporation)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সোমবার সেখানে আরও একটি একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মঙ্গলবারের মধ্য়ে যা পরিণত হতে পারে নিম্নচাপে। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন :
এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !
উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি হতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায়। অসহ্য গরম থেকে মিলবে রেহাই, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম হবে, এখানে ৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ।
আগামী ৭ দিনে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
04-Sep | 26.0 | 31.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
05-Sep | 27.0 | 31.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
06-Sep | 27.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
07-Sep | 27.0 | 33.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
08-Sep | 27.0 | 33.0 | NA | |
09-Sep | 28.0 | 34.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
10-Sep | 28.0 | 34.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |