Weather Update : বাড়বে বৃষ্টির তোড়, আজ থেকেই কোথায় শুরু অবিরাম ধারাপাত? তালিকায় আছে আপনার জেলা?
West Bengal Monsoon Updates : আগামী তিন চার দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা, উত্তরবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু ।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বর্ষার ( Monsoon Update ) আগমনী হয়ে গিয়েছে। মেঘে ঢাকা আকাশ জানান দিচ্ছে, অপেক্ষার অবসান ঘটেছে। আবহাওয়া অফিস ( Weather Update ) বলছে, শনিবারের মধ্যে মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টির দাপট শুক্রবার বাড়বে অনেকটাই ।
আজ বৃষ্টি কোথায় কোথায়
শুক্রবার সারাদিনন ভিজবে কলকাতা ( Kolkata Update ) শহর। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। বর্ষা এলেও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দফতর। বরং দুঃখের কথা, রবিবারের থেকে বৃষ্টি কমতে পারে, বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
তবে আর ২-৪ দিনেই বর্ষার দর্শন পাবে দক্ষিণবঙ্গ। ৩১ শে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ২০ দিন পর মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে বলে, স্বস্তির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা মালদা, ভাগলপুর ও রক্সৌলের ওপর দিয়ে বিস্তৃত আছে এখন। তাই উত্তরবঙ্গের মালদার বেশিরভাগ অংশ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বত্র ও বিহারের কিছু অংশে বর্ষার দাপট বাড়বে।
এবার সুসংবাদ দক্ষিণবঙ্গের জন্যও। আগামী দু তিন দিনে দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষা। আগামী তিন চার দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা, উত্তরবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু ।
বজ্রপাত নিয়ে সাবধানতা
শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সারাদিনই মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়, আবহাওয়া দফতরের তরফে এই কয়েকদিন বাজ পড়া নিয়ে বিশেষ ভাবে সাবধান থাকার কথা বলেছে আবহাওয়া দফতর। এবার বর্ষা শুরুর আগে বিক্ষিপ্ত বৃষ্টির সময়ই বজ্রপাতে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্র ও শনিবার কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমবে খানিকটা। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকা সত্ত্বেও তাপপ্রবাহের কষ্ট থেকে রেহাই মিলবে। তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে আগামী দুদিনে। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে। ফলে আবারও গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরতে পারে আগামী সপ্তাহে।
আরও পড়ুন :