Weather Update : প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, বিকেল থেকেই দুর্যোগ শুরু? তালিকায় কোন কোন জেলা?
৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিকেলের পর থেকেই আকাশ ছাইতে পারে কালো মেঘে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : মঙ্গলবার রাতভর ঝড়বৃষ্টি। তাতেই এক ধাক্কায় কলকাতায় রাতের তাপমাত্রা কমল ছয় ডিগ্রি সেলসিয়াস। আজও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার, গরমের অস্বস্তি রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে ১০০ শতাংশ। তাই ঝড়বৃষ্টিতে ভেজার সম্ভাবনাও প্রবল। আবহাওয়া দফতর বলছে, বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাজবে মহানগর। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিকেলের পর থেকেই আকাশ ছাইতে পারে কালো মেঘে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বাংলা জুড়েই ঝড় বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘণ্টা। এর ফলে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে। তবে এ স্বস্তি সাময়িক। সপ্তাহের শেষে ফের বাড়বে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ১০০ শতাংশ।
অন্যদিকে ঝড়বৃষ্টি বাড়বে দার্জিলিং ও উত্তর দিনাজপুরে। এই দুই জেলাতে ভারী বৃষ্টি হবে। বঙ্গের উত্তরের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশিই থাকবে। কারণ উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। জলপাইগুড়ি , উত্তর দিনাজপুর ও মালদাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ১০ই জুন পার হয়েই বঙ্গের দক্ষিণভাগ জায়গায় আসবে বর্ষা। ইঙ্গিত আবহাওয়া দফতরের। ১২ জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান আবহবিদদের। মৌসুমী অক্ষরেখা ২৬ মে থেকে পশ্চিমে মুম্বই অহল্লানগর, আদিলাবাদ, ভবানিপাটনা, পুরী ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আসুন দেখে নেওয়া যাক, কলকাতার আবহাওয়া কেমন থাকবে , কী বলছে আইএমডির ওয়েবসাইট
| Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
| 04-Jun | 26.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | Thunderstorm accompanied with lightning & gusty winds(30-40kmph) | 0 | 0 | ||
| 05-Jun | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | Thunderstorm accompanied with lightning & gusty winds(40-50kmph) | 0 | 0 | ||
| 06-Jun | 28.0 | 36.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
| 07-Jun | 29.0 | 36.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
| 08-Jun | 29.0 | 37.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | No warning | 0 | 0 | ||
| 09-Jun | 29.0 | 37.0 | Partly cloudy sky with Thundery development | No warning | 0 | 0 | ||
| 10-Jun | 28.0 | 37.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||






















