North Bengal Weather: কুয়াশায় আবছা হতে পারে পাহাড়ের গলি পথ, রবিতেও ভিজতে পারে উত্তরবঙ্গ
North Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
![North Bengal Weather: কুয়াশায় আবছা হতে পারে পাহাড়ের গলি পথ, রবিতেও ভিজতে পারে উত্তরবঙ্গ West Bengal Weather Update North Bengal temperature winter forecast 11 February 2024 North Bengal Weather: কুয়াশায় আবছা হতে পারে পাহাড়ের গলি পথ, রবিতেও ভিজতে পারে উত্তরবঙ্গ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/10/75fc3b9c013befad4a0231f2f30bd8c91707579728185484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দার্জিলিং: রাত পেরোলেই রবিবার। কখনও তুষারপাত, কখনও আবার বৃষ্টি পাহাড়ে। কেমন থাকবে আগামীকাল উত্তরবঙ্গের আবহাওয়া ? জানাল হাওয়া অফিস। উত্তরবঙ্গে দুই দিনাজপুরে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজজেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বর্ষণ: 0%আর্দ্রতা: ৪৯%বাতাস: ৫ কিমি/ঘণ্টাজলপাইগুড়ি বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫%বাতাস: ৩ কিমি/ঘণ্টাকালিম্পং বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫ %বাতাস: ৫ কিমি/ঘণ্টাআলিপুরদুয়ার বর্ষণ: 0%আর্দ্রতা: ৪১ %বাতাস: ৮ কিমি/ঘণ্টাকোচবিহার
বর্ষণ: 0%আর্দ্রতা: ৬৬%বাতাস: ১০ কিমি/ঘণ্টাউত্তর দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫ %বাতাস: ৩ কিমি/ঘণ্টাদক্ষিণ দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫%বাতাস: ৩ কিমি/ঘণ্টামালদা বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৩ %বাতাস: ১১ কিমি/ঘণ্টাআবহাওয়ার আপডেট: সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়। সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শৈত্য প্রবাহের ( Winter Update ) পরিস্থিতি পুরুলিয়া সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। মরশুমের শেষ বেলায় শীতের কামড়। রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পশ্চিমের জেলাগুলিতে দশের নীচে নেমে গেছে পারদ।
আরও পড়ুন, ৩৬ দিন পার, এখনও অধরা শেখ শাহজাহান, তৃতীয়বার নোটিস ED-র
কলকাতায় আরো কমে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬। আরো ২৪ ঘন্টা শীতের আমেজ। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যের আট জেলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের সর্তকতা আছে । আগামী ২৪ ঘন্টায় থাকবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে শৈত্য প্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের কামড় শৈত্য প্রবাহ বেশ কিছু অংশে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)