Weather Update: চড়ছে পারদ, মার্চেই অস্বস্তি দক্ষিণবঙ্গে; উত্তরে বৃষ্টির ভ্রুকুটি
West Bengal Weather: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দোলের আগেই কলকাতায় পারদ পৌঁছতে পারে ৩৫ ডিগ্রির ঘরে। ফাল্গুনের শেষেই কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই হতে পারে। দক্ষিণবঙ্গ উষ্ণ হলেও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাডু উপকূল এলাকায়। দোল উৎসবের আগেই কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। বুধ ও বৃহস্পতিবার, বসন্ত উৎসবের আগে বৃষ্টি দার্জিলিং, কালিম্পং সহ ওপরের চার/ পাঁচ জেলায়। আপাতত দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। আপাতত চার পাঁচ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: সামান্য বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। তবে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচেই। আপাতত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। খুব সকালে এবং সন্ধে হালকা মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। তবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কাল থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। আগামী দু তিন দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গের আবহাওয়া: বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কোচবিহার এই চার/পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা একই রকম থাকবে।
কলকাতার আবহাওয়া: আজ দিনের বেলায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। রাতে পরিষ্কার আকাশ। সন্ধে ও সকালে মনোরম আবহাওয়া কিছুক্ষণের জন্য। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে রাতে অস্বস্তি। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা অনেকটা বাড়লে ও দিনের তাপমাত্রা ধীরগতিতে বাড়ছে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে কিন্তু দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা একটি ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আরও পড়ুন: Satoshpur Station Fire: সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড, শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল


















