West Bengal Weather Update : ২ -৩ ডিগ্রি কমে যেতে পারে তাপমাত্রা ! কোন কোন জেলায় এখনই ঠান্ডার আমেজ?
Weather Update : আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমের জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে আগামী ৩-৪ দিনে ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বৃষ্টির ( Rain ) রেশ কেটেছে । পুজোর মাঝেই হালকা হালকা ঠান্ডার ( Kolkata Winter ) আমেজ রাতের দিকে। অক্টোবরের শেষ মানেই অফিসিয়ালি হেমন্তের আমেজ। সকালে ঘাসে ঘাসে শিশির। ভোরে পাতলা একটা চাদরের প্রয়োজনীয়তা। রাতে শিরশিরে ভাব। জানান দিচ্ছে শীত ( Winter ) আর বেশি দেরি নেই। জেলায় জেলায় শীতের আমেজ বেশ জানান দিচ্ছে । এখনও পর্যন্ত মনোরম পরিবেশ রাজ্যজুড়ে। বাতাসে শুষ্ক টান। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমের জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে আগামী ৩-৪ দিনে । শীতের আগমনী বার্তা বাতাসে ( Wether Update ) ।
উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমবে বলেই জানাচ্ছেন আবহবিদরা। প্রভাব বিস্তার করবে উত্তর-পশ্চিম ও উত্তরের শুকনো হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হওয়ায় শীতের আমেজ বোঝা যাবে জেলায় জেলায়।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীত জানান দিচ্ছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে বলে মনে করা হচ্ছে। আগামী তিন চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে।
কলকাতায় সকাল সন্ধ্যা এখন মনোরম আবহাওয়াই থাকবে বলে মনে করা হচ্ছে। বেলা বাড়লে জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে দু একদিন। জলীয়বাষ্প ক্রমশ কমবে এবং শীতের আমেজ ক্রমশ বাড়বে। আপাতত সাত দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কালীপুজোয় থাকবে হালকা শীতের অনুভূতি।
কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কম।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
26-Oct | 24.0 | 32.0 | Mainly Clear sky | |
27-Oct | 23.0 | 32.0 | Mainly Clear sky | |
28-Oct | 22.0 | 32.0 | Mainly Clear sky | |
29-Oct | 23.0 | 32.0 | Mainly Clear sky | |
30-Oct | 24.0 | 32.0 | Mainly Clear sky | |
31-Oct | 25.0 | 33.0 | Mainly Clear sky | |
01-Nov | 25.0 | 33.0 | Mainly Clear sky |
সূত্র : https://city.imd.gov.in/
আরও পড়ুন :