West Midnapore News: দিঘায় জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছিল ছোট বাচ্চা-সহ ১৩ জনের গাড়ি, আচমকাই 'চোখ লেগে আসে চালকের', মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে !
West Midnapore Tragic Accident: পশ্চিম মেদিনীপুরের দাঁতনে মর্মান্তিক দুর্ঘটনা, নেওয়া হল হাসপাতালে !

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: দিঘায় জগন্নাথ দেবের দর্শনে যাওয়ার মুখেই অঘটন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দুর্ঘটনার কবলে প্রাইভেট কার ! আহত ৬। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁতনের সোনাকনিয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল প্রাইভেট কার।
জানা গিয়েছে, পুরুলিয়া থেকে ১৩ জন যাত্রী নিয়ে প্রাইভেট কারটি দিঘা জগন্নাথ দেবের দর্শনের জন্য যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে নিচে তিন পাল্টি খেয়ে উল্টে যায়। পাঁচজন জখম হয়েছেন। একজনের হাত ভাঙে। ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়ির ভেতরে থাকা আহত এক যাত্রী বলেন, 'পুরুলিয়া থেকে দিঘা জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছিলাম। আচমকাই জাতীয় সড়কে পাল্টি খেয়ে যায়। গাড়ির চালকের ঘুম পেয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা হয়েছে। সারা রত্রি ধরে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ছোট বাচ্চা-সহ ১৩ জন গাড়ির মধ্যে ছিল', বলে জানিয়েছেন তিনি।
পুলিশের হাজার সচেনতারমূলক বার্তা ছড়ানোর পরেও, চলতি বছরের একের পর এক দুর্ঘটনা। সম্প্রতি আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকার জোটিয়াকালীতে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক মহিলা।তার বাড়ি প্রধান নগর থানা এলাকার চম্পাশাড়িতে বলে জানা গিয়েছিল। ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে ঐ মহিলার মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েযছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছিল। উত্তেজিত জনতা শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক পথ অবরোধ শুরু করেছিল। বন্ধ হয়ে গিয়েছিল সড়ক যোগাযোগ। পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা এবং হাতাহাতি শুরু হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। এর পর লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।
সড়ক দুর্ঘটনায় চিকিৎসা না পেয়ে আর হবে না মৃত্যু, সম্প্রতি দেশজুড়ে দেড় লক্ষ অবধি ক্যাশলেশের সুবিধা (Cashless Treatment of Road Accident Victims Scheme 2025) ঘোষণা করা হয়েছে ! মূলত সারা দেশেই প্রায় নিত্যদিন দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে। প্রিয়জনকে হারানোর কষ্ট তো আছেই, তারই সঙ্গে আর্থিক অনটনের মুখোমুখি হন অনেকেই। অনেকক্ষেত্রে বেঁচে থাকলে, ভুক্তোভোগীর নুন্যতম চিকিৎসার খরচ বহন করা ক্ষমতাটুকুও থাকে না। তবে এবার সেই দেশজুড়ে সড়ক দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পেতে পারেন।






















