Barasat News: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহিলা, কারণ খতিয়ে দেখতে তদন্তে পুলিশ
Barasat Woman Death: জমা জলে পড়ে বিদ্যুৎস্পৃষ্টি হয়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে বারাসতের ডাকবাংলো মোড়ের কাছে অবস্থিত কোকো বাগান এলাকায়।
সমীরণ পাল, বারাসত: প্রবল বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় জল জমছে। তার জেরেই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেল বারাসতের (Barasat) ডাকবাংলা ডাকবাংলা মোড়ের কাছে অবস্থিত কোকো বাগান এলাকায়। জমা জলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল একজন মহিলাকে। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা-আটটা নাগাদ প্রতিদিনর মতো ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। জমা জলের ওপর দিয়ে যেতে গিয়ে একটি লাইট পোস্টে হাত দেওয়ায় ওই মারাত্মক ঘটনা ঘটে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডাকবাংলা মোড়ের কাছে অবস্থিত কোকো বাগান এলাকার একটি জায়গায় জমা জলের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয় একজন মহিলার। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন আরও একজন। খবর পেয়ে বারাসত থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই মহিলা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন না এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক ৫৫ বছরের মৃত ওই মহিলার বাড়ি বারাসতের হৃদয়পুর এলাকায়। তাঁকে জোড়া বাগান এলাকায় রাস্তার পাশে জমা জলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহটি উদ্ধার করে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে ছেলেধরার গুজবকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বারাসত সহ আশেপাশের এলাকায়। এক নাবালকের মৃতদেহ একটি বাগানের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়ার পর থেকে গুজব ছড়ায় যে ছেলেধরা এসে বাচ্চাদের পাকড়াও করে তাদের কিডনি খুলে নিচ্ছে। এরপরই একাধিক মেয়ে ও ছেলেকে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করা হয় বারাসতের বিভিন্ন জায়গায়। পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে খোদ পুলিশ সুপার রাস্তায় নেমে প্রচার চালান।
আরও পড়ুন: Sandip Ghosh RG Kar Protest : এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই