CBSE ICSE: সিবিএসই-আইসিএসই-এর অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
CBSE ICSE State Board Exam 2022: বোর্ড পরীক্ষা নিয়ে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। CBSE টার্ম 1 এর পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে
নয়া দিল্লি: ২০২২ সালের সিবিএসই-আইসিএসই-এর অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বোর্ড পরীক্ষা নিয়ে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। CBSE টার্ম 1 এর পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। গত বছর থেকে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে তা বিবেচনা করেই সিদ্ধান্ত। বিচারপতি খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে যে আবেদনগুলির কোনও ভিত্তি নেই। আরও বলা হয়। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে আগামীতে।
অফলাইন পরীক্ষার বাতিলের আবেদন জানিয়েছিল পরীক্ষার্থীদের একাংশ। বুধবারই এই সংক্রান্ত মামলার আবেদনের শুনানির কথা ছিল। বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বে সুপ্রিম বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। এর আগে ২০২১ সালে যখন অফলাইন পরীক্ষার বিরোধিতা করে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার শুনানিও হয়েছিল বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চে।
বোর্ড পরীক্ষার বিষয়ে মোট ১৫ রাজ্যের কয়েকশো পড়ুয়া একটি আবেদন জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনে বলা হয়েছিল, অফলাইন পরীক্ষার পরিবর্তে একটি বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালু করা হোক। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অফলাইনের পরিবর্তে বর্তমানে অনলাইনেই পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য তাঁরা। এমনকী দেশে যেহেতু এখনও করোনা সংক্রমণ রয়েছে তাই এই অবস্থায় অফলাইনে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে, সেই দায় কে নেবে তা নিয়েও আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে।
করোনা ভাইরাসের ধাক্কায় পরপর দু’বছর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সম্পূর্ণ করা যায়নি৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছিল। দ্বিতীয় টার্মের পরীক্ষা এখনও বাকি রয়েছে। সিবিএসই ইতিমধ্যেই বোর্ড পরীক্ষার দ্বিতীয় টার্মের তারিখ প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২৬ এপ্রিল পরীক্ষা শুরু হবে বোর্ড পরীক্ষা।
Education Loan Information:
Calculate Education Loan EMI