(Source: ECI/ABP News/ABP Majha)
CTET 2024 Answer Key: কবে বেরবে CTET 2024 আনসার কি? কীভাবে দেখবেন?
CTET 2024: CBSE-এর তথ্য অনুযায়ী জানুয়ারির CTET-এ নথিভুক্তি করিয়েছিলেন ২৭ লক্ষ পরীক্ষার্থী। ctet.nic.in- এ প্রকাশিত হবে ওই আনসার কি
কলকাতা:শীঘ্রই প্রকাশিত হবে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET)-এর আনসার কি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে (Central Board of Secondary Education) প্রকাশিত হবে এই আনসার কি। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in- এ প্রকাশিত হবে এটি। ২১ জানুয়ারি হয়েছিল এই পরীক্ষা।
আনসার কি দেওয়ার পর উত্তর নিয়ে পরীক্ষার্থীদের কোনও বক্তব্য থাকলে বা আপত্তি থাকলে তা তুলে ধরা যাবে। সেক্ষেত্রে প্রতিটি প্রশ্নপিছু ফি-দিতে হবে। যদি দেখা যায় পরীক্ষার্থীদের আপত্তি ভিত্তিহীন নয়, তাহলে সেই ফি রিফান্ড করা হবে। এক একটি প্রশ্নের জন্য ১০০০ টাকা করে ফি নেওয়া হবে। পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি ঠিক উত্তরের জন্য ১ নম্বর রয়েছে। ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষায় পাস করতে হবে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ)। ১৩৫ টি শহরে মোট ৩৪১৮ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।
CBSE-এর তথ্য অনুযায়ী জানুয়ারির CTET-এ নথিভুক্তি করিয়েছিলেন ২৭ লক্ষ পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পেপার-১ এর জন্য ৯.৫৮ লক্ষ পরীক্ষার্থী এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পেপার ২ এর জন্য ১৭.৩৫ লক্ষ পরীক্ষার্থী।
কোথায় দেখবেন CTET -এর আনসার কি?
আনসার কি প্রকাশিত হলে অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in- এ প্রকাশিত হবে এটি।
কীভাবে দেখবেন?
অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে হোমপেজে একটি লিঙ্ক দেখা যাবে, 'CTET 2024 Provisional Answer Key', -এখানে ক্লিক করুন।
অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন কর করতে হবে।
তারপরে ধাপে ধাপে এগোলেই স্ক্রিনে আসবে CTET 2024-এর প্রভিশনাল আনসার কি।
এই আনসার কি- ডাউনলোড করা যাবে, প্রয়োজনে প্রিন্ট আউটও নেওয়া যাবে।
CUET PG 2024-এর সময়সীমা বৃদ্ধি:
স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (Common University Entrance Test) রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) জানিয়েছেন স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য (CUET PG 2024) নথিভুক্তিকরণের সময়সীমা শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন- ওয়েবসাইটটি হল pgcuet.samarth.ac.in.
নতুন করে যে শিডিউল করা হয়েছে, তাতে আবেদনপত্রের ত্রুটি সংশোধনের জন্য সময়সীমা থাকছে ২ থেকে ৪ ফেব্রুয়ারি। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ১ ফেব্রুয়ারি। CUET PG-এর সিটি স্লিপ মিলবে ৪ মার্চ থেকে। মার্চেই ৭ তারিখ থেকে মিলবে এই প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card)।
আরও পড়ুন: স্নাতকোত্তর স্তরে ভর্তি হবেন? এখনও সময় আছে, ঝটপট সেরে ফেলুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI