Jobs And Recruitments: ডিআরডিও- তে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে আবেদন করবেন?
DRDO Recruitments: আগ্রহী প্রার্থীরা ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে (যেভাবে বলা হবে ডিআরডিও- র তরফে) তা একটি মুখবন্ধ খামে ভরে জমা দিতে পারবেন একটি নির্দিষ্ট ঠিকানায়।
Jobs And Recruitments: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation) অর্থাৎ ডিআরডিও- তে (DRDO) রয়েছে চাকরির সুযোগ। এক বছরের জন্য শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে ডিআরডিও। স্নাতক উত্তীর্ণ, টেকনিশিয়ান (ডিপ্লোমা) এবং ট্রেড (আইটিআই) যাঁরা পড়েছেন তাঁরা এই একবছরের আপ্রেন্টিসশিপের জন্য আবেদন জানাতে পারবেন। www.drdo.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য পাবেন আবেদনকারীরা। এমপ্লয়মেন্ট নিউজে এই নোটিফিকেশন যবে প্রকাশ হয়েছিল তার থেকে ১৫ দিন পরে পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। মোট ৯০টি শূন্যপদ রয়েছে।
- স্নাতক শিক্ষানবিশ- ১৫
- টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশ- ১০
- ট্রেড (আইটিআই) শিক্ষানবিশ- ৬৫
আবেদনকারীদের যোগ্যতা কী হওয়া প্রয়োজন
National Apprenticeship Training Scheme (NATS)- এই ওয়েবসাইটে অবশ্যই রেজিস্টার থাকতে হবে আবেদনকারীদের। এখানে রেজিস্ট্রেশন থাকলে তবেই একজন Graduate Apprentice এবং Technician Apprentice (Diploma)- এই দুই পদে শিক্ষানবিশ হিসেবে ট্রেনিং নেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও National Apprenticeship Promotion Scheme (NAPS)- এর ওয়েবসাইটের রেজিস্টার করা থাকতে হবে আবেদনকারীদের। তবেই Trade Apprentice (ITI)- এই প্রোগ্রামেও আওতায় শিক্ষানবিশ পদে ট্রেনিং নেওয়া সম্ভব হবে। যেসব আবেদনকারীদের রেজিস্ট্রেশন থাকবে না তাঁদের আবেদন বাতিল হিসেবে ধরে নেওয়া হবে। এর পাশাপাশি ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে যাঁরা পাশ করেছেন অর্থাৎ একেবারেই 'ফ্রেশার' তাঁরা এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবেন। স্নাতোকোত্তর ডিগ্রি থাকলে তাঁরা আবেদন জানাতে পারবেন না।
কীভাবে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা
আগ্রহী প্রার্থীরা ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে (যেভাবে বলা হবে ডিআরডিও- র তরফে) তা একটি মুখবন্ধ খামে ভরে জমা দিতে পারবেন একটি নির্দিষ্ট ঠিকানায়। খামের উপরে কিছু জিনিস লিখতে হবে। সেটা হল “APPLICATION FOR APPRENTICESHIP TRAINING AT ASL”। এরপর রেজিস্টার্ড বা স্পিড পোস্টে একটি নির্দিষ্ট ঠিকানায় এই আবেদন পাঠাতে হবে। সেই ঠিকানা হল The Director, Advanced Systems Laboratory (ASL), Kanchanbagh PO, Hyderabad-500058.
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দিচ্ছে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হবে? শূন্যপদ কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI