IBPS Recruitment: আইবিপিএসে বিভিন্ন পদে হবে কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Recruitment News: আইবিপিএসের অধীনে প্রফেসর, অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার (আইটি), রিসার্চ অ্যাসোসিয়েট, হিন্দি অফিসার, ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস), অ্যানালিস্ট প্রোগ্রামার পদে নিয়োগ করা হবে।
Recruitment News: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন সংক্ষেপে আইবিপিএসে (IBPS Recruitment 2024) কর্মী নিয়োগ হবে। ২৩ বছর থেকে ৫৫ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন যে কেউ। তবে কলকাতায় নয়, এই চাকরি হবে মুম্বইতে। প্রফেসর থেকে ডেপুটি ম্যানেজার বিভিন্ন পদে হবে এই নিয়োগ। বার্ষিক বেতন হবে ১৩ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত (সমস্ত অ্যালাউয়েন্স মিলিয়ে)। দেখে নিন কীভাবে কোন পদে আবেদন করবেন আপনি।
শূন্যপদ
আইবিপিএসের অধীনে নিম্নলিখিত পদগুলির জন্য কর্মী নিয়োগ করা হবে – প্রফেসর, অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার (আইটি), রিসার্চ অ্যাসোসিয়েট, হিন্দি অফিসার, ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস), অ্যানালিস্ট প্রোগ্রামার (ASP.NET), অ্যানালিস্ট প্রোগ্রামার (পাইথন)।
বেতন কাঠামো
এই সমস্ত পদে (IBPS Recruitment 2024) নির্বাচিত হলে প্রার্থীরা সর্বোচ্চ ২,৯২,৪০৭ টাকা পর্যন্ত বেতন পাবেন। দেখে নেওয়া যাক কোন পদের জন্য কত বেতন ধার্য হয়েছে। এখানে বেসিক পে উল্লেখ করা হল, এর সঙ্গে যুক্ত হবে অন্যান্য সমস্ত অ্যালাউয়েন্স।
প্রফেসর পদে নির্বাচিত হলে বেসিক পে হবে ১,৫৯,১০০ টাকা।
অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার (আইটি) পদের বেসিক পে প্রতি মাসে ১,০১,৫০০ টাকা।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে যোগ দিলে তাঁর বেতন হবে মাসিক ৪৪,৯০০ টাকা।
ডেপুটি ম্যানেজার পদেও বেতন একই থাকছে।
অন্যদিকে, অ্যানালিস্ট প্রোগ্রামারদের জন্য এই মাসিক বেতন থাকছে ৩৫,৪০০ টাকা।
বয়সসীমা
প্রফেসর পদের জন্য ন্যূনতম বয়স হবে ৪৭ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদের জন্য বয়সসীমা থাকছে ৩৫-৫০ বছরের মধ্যে।
রিসার্চ অ্যাসোসিয়েট, হিন্দি অফিসার এবং অ্যানালিস্ট প্রোগ্রামার পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৩-৩০ বছরের মধ্যে।
কর্মস্থল কোথায় হবে
মুম্বইয়ের আইবিপিএস (IBPS Recruitment 2024) দফতরে হবে এই কর্মী নিয়োগ।
কীভাবে হবে নির্বাচন
মূলত অনলাইন পরীক্ষা, আইটেম রাইটিং এক্সারসাইজ, গ্রুপ এক্সারসাইজ, পার্সোনাল ইন্টারভিউ এই চার ধাপে নিয়োগ হবে। অনলাইন পরীক্ষাটিও হবে মুম্বইতেই।
কতদিন চলবে আবেদন
বিগত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে এই আবেদন। চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। অনলাইন পরীক্ষাও সম্ভবত এপ্রিল বা মে মাসে হতে পারে।
আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে আবেদনের ফি হিসেবে জমা করতে হবে ১০০০ টাকা।
কীভাবে আবেদন করবেন
আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আরও পড়ুন: WBCHSE: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পড়ুক ক্লাস টেনের পড়ুয়ারা, মৌলিক কোর্স চালুর প্রস্তাব সংসদের
Education Loan Information:
Calculate Education Loan EMI