Recruitment 2023: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ, কীভাবে করবেন আবেদন?
India Post Sports Quota Recruitment 2023: আজ থেকেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। dopsportsrecruitment.cept.gov.in. এই ওয়েবসাইটে গিয়ে করা যাবে আবেদন।
কলকাতা: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ। স্পোর্টস কোটায় শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। আজ থেকেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। dopsportsrecruitment.cept.gov.in. এই ওয়েবসাইটে গিয়ে করা যাবে আবেদন।
শূন্যপদের সংখ্যা:
সব মিলিয়ে ১৮৯৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের শূন্যপদের সংখ্যা ৫৯৮, সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা বাচাই সহকারী শূন্যপদের সংখ্যা ১৪৩। এছাড়াও পোস্টম্যানের শূন্যপদ ৫৮৫টি, মেইল গার্ডের জন্য ৩টি শূন্যপদ এবং MTS-এর জন্য ৫৭০টি শূন্যপদ।
গুরুত্বপূর্ণ তারিখ:
১০ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
৯ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।
সংশোধন করা যাবে ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
ফি জমা দেওয়ার নিয়ম:
UPI, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যেতে পারে।
কীভাবে করবেন আবেদন?
- dopsportsrecruitment.cept.gov.in. এই ওয়েবসাইটে যেতে হবে
- অ্যাপ্লিকেশন স্টেজ ওয়ানে ক্লিক করে পূরণ করতে হবে
- এরপর অ্যাপ্লিকেশন স্টেজ টু-তে ক্লিক করে পূরণ করতে হবে
- ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে
- প্রমাণস্বরূপ নিজের কাজে পেজটা ডাউনলোড করে রাখতে পারেন
অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) রয়েছে চাকরির সুযোগ। শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন (Online Application) প্রক্রিয়া। ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি/ম্যানেজার সিকিউরিটি) এই পদে নিয়োগ করা হবে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। আর তা শুরু হয়েছে ৭ নভেম্বর। মোট ৪২টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার (সিকিউরিটি) এবং ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) পদে চাকরির জন্য কীভাবে আবেদন জানাবেন
- প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার sbi.co.in/web/careers - এই কেরিয়ার পেজে যেতে হবে।
- এরপর হোমপেজে পাবেন Deputy Manager (Security) / Manager (Security) - এর জন্য অ্যাপ্লাই লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
- রেজিস্টার করে তারপর লগ-ইনের জন্য অ্যাপ্লাই করতে হবে।
- এরপর অ্যাপ্লিকেশন ফর্ম ভালভাবে পূরণ করতে হবে। আপলোড করতে হবে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট।
- এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। সবশেষে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। আর ভবিষ্যতের জন্য ও নিজের সুবিধার্থে সঙ্গে রেখে দিতে পারবেন একটি ডাউনলোড করা ফর্ম। এর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার আগে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে।
আরও পড়ুন: B.Ed College: পরিকাঠামোয় অনিয়মের অভিযোগ, ভর্তির অনুমোদন বাতিল আড়াইশোর বেশি বিএড কলেজে
Education Loan Information:
Calculate Education Loan EMI