Indian Coast Guard Jobs: ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর পদে নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Jobs In Indian Coast Guard: ইন্ডিয়ান কোস্ট গার্ডে (Indian Coast Guard) চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট ছাড়াও আরও অনেক পদে হবে নিয়োগ (Jobs)।
Jobs In Indian Coast Guard: ইন্ডিয়ান কোস্ট গার্ডে (Indian Coast Guard) চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট ছাড়াও আরও অনেক পদে হবে নিয়োগ (Jobs)। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
Indian Coast Guard Jobs: কতগুলি পদে হবে নিয়োগ
সব মিলিয়ে ৬৫টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।ASSISTANT COMMANDANT (GROUP ‘A’ GAZETTED OFFICER) পদগুলির বিভিন্ন বিভাগে হবে এই নিয়োগ।
ASSISTANT COMMANDANT (GROUP ‘A’ GAZETTED OFFICER): Total 65 Vacancies
Branches:
– General Duty (GD)
– Commercial Pilot Licence (SSA)
– Technical (Mechanical)
– Technical (Electronics/ Electrical)
Jobs In Indian Coast Guard: শিক্ষাগত যোগ্যতা
জেনারেল ডিউটির জন্য ডিগ্রি, কারিগরি শাখার জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও CPL (SSA) এর জন্য বাণিজ্যিক পাইলট লাইসেন্স সহ 12 শ্রেণি উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীদের।
Indian Coast Guard Jobs: প্রার্থী বাছাই
অফিসার নিয়োগের ক্ষেত্রে একটি সর্বভারতীয় মেধার ভিত্তিতে এই নিয়োগ করা হয়। যেখানে পরীক্ষার বিভিন্ন পর্যায়ে (I- V) প্রার্থীর কর্মক্ষমতার উপর ভিত্তি করে হবে প্রার্থী বাছাই।
Jobs In Indian Coast Guard: পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য ভারতীয় কোস্ট গার্ডের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে - https://joinindiancoastguard.cdac.in এই পদে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তিতে বিস্তারিত চাকরির বিবরণ দেখেই তবেই আবেদনপত্র পূরণ করুন।
Official website of Indian Coast Guard — https://joinindiancoastguard.cdac.in
আরও পড়ুন : WBPDCL Jobs: রাজ্যের পাওয়ার কর্পোরেশনে শুরু নিয়োগ, যোগ্যতা কী লাগবে জানেন
আরও পড়ুন : Indian Oil Recruitment: ইন্ডিয়ান অয়েলে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি, এই পদগুলিতে হবে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI