ISRO Recruitment 2023: ইসরোতে চাকরির সুযোগ, কোন কোন পদে হবে নিয়োগ? কত শূন্যপদ রয়েছে?
Jobs And Recruitments: মোট ৩৫টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে Technician ‘B’ পদের জন্য রয়েছে ৩৪টি শূন্যপদ। অন্যদিকে Draughtsman ‘B’ পদের জন্য রয়েছে একটি শূন্যপদ।
ISRO Recruitment 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো (ISRO) দিচ্ছে চাকরি। নিয়োগ করা হবে Technician 'B'/Draughtsman ‘B’- এই পদে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ অগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। ইসরোর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। Draughtsman- এর অর্থ হল এমন একজন যিনি প্রযুক্তিগত পরিকল্পনার খসড়া তৈরি করেন এবং আঁকার মাধ্যমে তা নির্মাণ করা হয়। এই পদে নিয়োগ করতে চলেছে ইসরো।
কোথায় কত শূন্যপদ
মোট ৩৫টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে Technician ‘B’ পদের জন্য রয়েছে ৩৪টি শূন্যপদ। অন্যদিকে Draughtsman ‘B’ পদের জন্য রয়েছে একটি শূন্যপদ।
কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের
একটি লিখিত পরীক্ষা এবং একটি স্কিল টেস্ট দিতে হবে আবেদনকারীদের। লিখিত পরীক্ষা হবে ৯০ মিনিটের। এখানে ৮০টি মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন থাকবে। একটি সঠিক উত্তরের জন্য পরীক্ষার্থী পাবেন ১ নম্বর। থাকছে নেগেটিভ মার্কিংও। একটি উত্তর ভুল করে বাদ যাবে ০.৩৩ অম্বর। লিখি পরীক্ষায় প্রার্থীরা কেমন ফল করছেন তার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করে স্কিল টেস্টের জন্য ডাকা হবে।
অ্যাপ্লিকেশন ফি
ইসরোর এই চাকরির জন্য নিয়োগের ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। fee-exempt ক্যাটেগরির প্রার্থীরা পুরো রিফান্ড পেয়ে যাবেন। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা রেখে বাকি ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।
ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। ২৩ অগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। ২৪ থেকে ২৬ অগস্টের মধ্যে প্রার্থীরা তাঁদের অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করতে পারবেন। ৩০,০৪১টি শূন্যপদে নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন গ্রামীণ ডাক সেবক পদের জন্য। indiapostgdsonline.gov.in - এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। মহিলা, ট্রান্স-ওম্যান, তফশিলি জাতি/উপজাতি - এইসব ক্যাটেগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। বাকিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ, শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কবে পর্যন্ত চলবে?
Education Loan Information:
Calculate Education Loan EMI