Krishi Vigyan Kendra: পশ্চিমবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্রে হচ্ছে নিয়োগ,জেনে নিন যোগ্য়তা ও আবেদনের দিন
Jobs In West Bengal: কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণ, পুরুলিয়ায় ৩ জন ড্রাইভার, দক্ষ সাপোর্ট স্টাফ ও স্টেনোগ্রাফার গ্রেড III পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Jobs In West Bengal: কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণ, পুরুলিয়ায় ৩ জন ড্রাইভার, দক্ষ সাপোর্ট স্টাফ ও স্টেনোগ্রাফার গ্রেড III পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারেন। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ নীচে সংক্ষেপে দেওয়া হল।
Krishi Vigyan Kendra West Bengal: পোস্টের বিবরণ
পদের নাম শূন্যপদ বয়সসীমা
ড্রাইভার 01 18 বছর-সর্বোচ্চ - 30 বছর
দক্ষ সাপোর্ট স্টাফ 01 18 বছর- সর্বোচ্চ - 25 বছর
স্টেনোগ্রাফার 01 18 বছর -সর্বোচ্চ - 27 বছর
Jobs In West Bengal: শিক্ষাগত যোগ্যতা
ড্রাইভার পদে আবেদনের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাশ হতে হবে।
দক্ষ সাপোর্ট স্টাফের ক্ষেত্রে মাধ্যমিকের সঙ্গে আইটিআই উত্তীর্ণ হতে হবে চাকরি প্রার্থীকে।
স্টেনোগ্রাফার পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।
Krishi Vigyan Kendra West Bengal: আবেদনের ফি
আবেদনকারীদের এই ক্ষেত্রে ২০০ টাকা আবেদনর ফি বাবদ দিতে হবে। NEFT/RTGS এর মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।এসসি/এসটি/মহিলা/দিব্যাঙ্গ/প্রাক্তন-সার্ভিসম্যান আবেদনকারী/প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে
Jobs In West Bengal: আবেদন প্রক্রিয়া
নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে আবেদনের ফি সহ প্রশংসাপত্রের প্রাসঙ্গিক সেলফ অ্যাটেস্টেড কপিগুলি অবশ্যই সঙ্গে থাকতে হবে। আবেদনটি সচিব, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণ, P.O. বিবেকানন্দনগর, জেলা: পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, পিন- 723147-এ পাঠাতে হবে
Krishi Vigyan Kendra West Bengal: গুরুত্বপূর্ণ তারিখ
অফলাইন আবেদন প্রাপ্তির শেষ তারিখ নিউজ পেপারে বিজ্ঞাপনের তারিখ থেকে 20 দিন রাখা হয়েছে। ওপরের তথ্য সংক্ষেপে দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করার আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI