Khan Sir: খান স্যারের কোচিংয়ে হঠাৎ তালা ! ইনস্টিটিউটকে ঘিরে তদন্ত ? কী হল হঠাৎ
Khan Sir Coaching Patna: বিহারের রাজধানী পাটনায় খান স্যারের কোচিংয়ে তদন্তের নিরিখে হানা দেয় এসডিওর দল। এমনকী মঙ্গলবারে খাজাঞ্চি রোডে পরপর এরকম বেশ কিছু কোচিং সেন্টারে হানা দিয়েছিল এই দল।
Khan Sir Coaching: দিল্লির একটি কোচিং ইনস্টিটিউটের লাইব্রেরিতে তিন ছাত্রের মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশজুড়ে। আর তাই এবার থেকে দেশ জুড়ে অবৈধভাবে পরিচালিত কোচিং প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আর এরই মাঝে মঙ্গলবার বিহারের পাটনায় খান স্যারের কোচিং ইনস্টিটিউটেও (Khan Sir Coaching) অভিযান চালিয়েছিল এসডিওর গোটা টিম। আর এরপরে একটি বড় খবর জানা গিয়েছে। খান স্যারের এই কোচিং প্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছে এসডিওর দল। পাটনার বেরিং রোড ক্যাম্পাসের এই প্রতিষ্ঠানে ভারত জোড়া জনপ্রিয় খান স্যারের (Khan Sir) প্রতিষ্ঠানে তালা ঝুলছে, চলছে জরুরি নথির তদন্ত।
তদন্ত চলছে খান স্যারের কোচিংকে ঘিরে
কোচিংয়ের প্রহরীর কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে কোচিংয়ের মালিক সদর দরজায় তালা ঝোলাতে বলেছেন এবং পড়ুয়াদের বলতে বলেছেন যে বিশেষ কারণে কোচিং বন্ধ রয়েছে। ডিএমের পরিচালনায় একটি বিশেষ দল ভিখানা পাহাড়ীতে খান স্যারের কোচিংয়ে পৌঁছেছিল। এসডিএমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ এই প্রতিষ্ঠানের তদন্তে এসে জমায়েত হয়। আর এরপরেই বোরিং রোডের এই শাখাটিতে তালা ঝোলানো হয়। আর এই তদন্তের মাঝেই প্রশাসনিক দফতর প্রতিষ্ঠানের জরুরি নথিপত্র চেয়েছে। প্রশাসন এও জানতে চেয়েছে যে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্য এই প্রতিষ্ঠানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাঁর বিস্তারিত তথ্য।
এসডিওর দল তদন্ত করেছে
বিহারের রাজধানী পাটনায় খান স্যারের কোচিংয়ে তদন্তের নিরিখে হানা দেয় এসডিওর দল। এমনকী মঙ্গলবারে খাজাঞ্চি রোডে পরপর এরকম বেশ কিছু কোচিং সেন্টারে হানা দিয়েছিল এই দল। সম্প্রতি দিল্লিতে একটি কোচিং সেন্টারের লাইব্রেরিতে ছাত্রমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশজুড়ে আর সেই ঘটনার অনুষঙ্গেই এই তদন্ত শুরু করেছে এসডিওর টিম।
কিছুদিন আগেই প্রবল বর্ষণের কারণে দিল্লির রাজেন্দ্র নগরের একটি আইএএস কোচিং সেন্টারের বেসমেন্তে জল ঢুকে আটকে পড়েছিলেন বহু ছাত্র-ছাত্রী এবং ৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩ জন সেখানে আটকে পড়েন। বাইক্রা বেরিয়ে আসতে পারলেও সেই তিনজনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত তল্লাশি চলছে এনডিআরএফের নেতৃত্বে। দিল্লি পুলিশের কর্তা আধিকারিকেরা অকুস্থলে পৌঁছেছেন ইতিমধ্যেই। আমচকা জল ঢুকেই বিপত্তি। কিন্তু কীভাবে বেসমেন্টের প্রায় ১২ ফুট জলের তলায় ডুবে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।
আরও পড়ুন: Delhi Coaching Centre: নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধার, দিল্লি IAS কোচিং সেন্টারে জলে ঢুবে মৃত বেড়ে ৩
Education Loan Information:
Calculate Education Loan EMI