Madhyamik Exam 2022: নম্বর উঠবে কোন উপায়ে, আসতে পারে কী কী প্রশ্ন, মাধ্যমিক বাংলা পরীক্ষা নিয়ে খুঁটিনাটি জানালেন শিক্ষিকা
Madhyamik Exam 2022: ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনই বাংলা পরীক্ষা রয়েছে। মাতৃভাষা হলেও, ব্যাকরণ, বড় প্রশ্নের উত্তর নিয়ে মনের মধ্যে ভয় কাজ করে।
বিষয়: বাংলা
শিক্ষিকা: সর্বাণী রায়, যোধপুর পার্ক বয়েজ স্কুল
কলকাতা: এক বার শুরু হলে কোথা দিয়ে শেষ হয়ে যায় বোঝা যায় না। কিন্তু জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা (Madhyamik Exam 2022) ঘিরে মনের মধ্যে ভয়-ভীতি, উত্তেজনা কাজ করাটাই স্বাভাবিক, বিশেষত গত দু’বছরে পড়াশোনার ধরনই যখন পাল্টে গিয়েছে। তাই পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি অত্যন্ত জরুরি। কারণ সারাবছর পড়াশোনা যে ভাবেই এগিয়ে থাকুক না কেন, শেষ মুহূর্তে নিজের দুর্বলতাগুলি যদি পেরিয়ে আসা যায়, তাহলে কঠিন প্রশ্নেরও মোকাবিলা করা সম্ভব ( Last Minute suggestions for Madhyamik Exam)।
৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনই বাংলা পরীক্ষা রয়েছে। মাতৃভাষা হলেও, ব্যাকরণ, বড় প্রশ্নের উত্তর নিয়ে মনের মধ্যে ভয় কাজ করে। পরীক্ষায় যখন আর মাত্র তিন দিন বাকি, সেই সময় কী ভাবে এই ভয় কাটিয়ে ওঠা যায়, তার উপায় বাতলে দিলেন যোধপুর পার্ক বয়েজ স্কুলের শিক্ষিকা সর্বাণী রায়। কী ভাবে প্রস্তুতি নিতে হবে, সম্ভাব্য বড় প্রশ্ন কোথা থেকে আসতে পারে, তা নিয়ে পথ দেখালেন তিনি।
পাঠ্যবই খুঁটিয়ে পড়া
পরীক্ষার জন্য প্রথমেই পাঠ্যবইটি খুঁটিয়ে পড়ে ফেলার উপর জোর দিচ্ছেন সর্বাণী রায়। তাঁর মতে, পরীক্ষার তিন দিন আগে পাঠ্যবইটি পড়ে ফেলা মোটেই হাতি-ঘোড়ার কাজ নয়। বই যদি ভাল করে পড়া থাকে, তাহলে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, উত্তর লেখা সম্ভব। ছোট প্রশ্নের উপরও জোর দিতে বলেছেন তিনি। তাঁর কথায়, ছোট প্রশ্নের উত্তর বেশি লিখতে হয় না। আবার নম্বরও উঠে আসে। তাই বই ভাল করে পড়া থাকলে, উত্তর লেখা অসম্ভব নয় বলে মত তাঁর।
আরও পড়ুন: Madhyamik Exam 2022: কোন দিকগুলো মেনে চললেই ইতিহাসেও অঙ্কের মতে নম্বর উঠবে? রইল লাস্ট মিনিট সাজেশন
বড় প্রশ্নের সাজেশনস
‘জ্ঞানচক্ষু’, ‘বহুরূপী’ গল্প থেকে বড় প্রশ্ন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষিকা। বড় প্রশ্ন আসতে পারে ‘অসুখী একজন’ এবং ‘প্রলোয়াল্লাস’ থেকে। প্রবন্ধের অধ্যায় যেহেতু একটি, সে ক্ষেত্রে ‘হারিয়ে যাওয়া কালি কলম’ থেকে কালি তৈরির বিবরণ, ফাউন্টেন পেনের আবিষ্কারের ঘটনা নিয়ে প্রশ্ন আসতে পারে। নাটকের ক্ষেত্রে সিরাজউদ্দৌল্লার চরিত্র, ঘসেটি বেগমের চরিত্র, সিরাজের লজ্জিত হওয়ার কারণ, রাক্ষসী পলাশি-র মতো প্রশ্ন আসতে পারে। প্রশ্নপত্রে থাকতে পারে প্রজাপতির ডানা মেলার বিবরণ, বারুণির দিন গঙ্গাঘাটের বিবরণের মতো প্রশ্নও।
প্রতিবেদন-রচনা
গত দু’বছরে অতিমারিকে (COVID-19 Pandemic) সঙ্গী করেই জীবন কেটেছে আমাদের। প্রতিবেদনে তা জায়গা পেতে পারে। করোনা এবং তোমার পড়াশোনা, প্রাকৃতিক বিপর্যয়, বিদ্যালয়ে কী ভাবে করোনার মোকাবিলা করা যায়, তা নিয়ে লিখতে দেওয়া হতে পারে দুই বন্ধুর কথোপকথন। রচনা লিখতে দেওয়া হতে পারে বাংলার উৎসব, বাংলার ঋতু-বৈচিত্র, করোনা ও তোমার পড়াশোনা, আধুনিক জীবন ও বিজ্ঞান, প্রাকৃতিক বিপর্যয়, তোমার প্রিয় কবি, মণীষী অথবা বিজ্ঞানী, এই সমস্ত বিষয়ে।
সোজা-সাপটা
সব শেষে শিক্ষিকা জানিয়েছেন, করোনা আবহে খাতায়-কলমে পরীক্ষা দিতে যাওয়া। তাই পরীক্ষার হলে গিয়ে যাতে ঘাবড়ে যেতে না হয়, তার জন্য প্রস্তুতিতে ফাঁকি দেওয়া চলবে না। অতিমারিতে পরীক্ষার্থীদের মানসিক পরিস্থিতির কথা মাথায় রেখেই পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই খুব কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা নেই। কোনও প্রশ্ন কঠিন মনে হলেও, পড়া থাকলে এবং একটু মাথা খাটালেই তার উত্তর বেরিয়ে আসবে কলম থেকে।
লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র। বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI