RBI Grade B: রিজার্ভ ব্যাঙ্কে ‘গ্রেড বি’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কত শূন্যপদ রয়েছে ? কীভাবে করবেন আবেদন ?
RBI Grade B Recruitment: ২০২৫ সালের জন্য এই নিয়োগের ক্ষেত্রে তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের।

Job News: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গ্রেড বি অফিসার পদের জন্য নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। যারা ব্যাঙ্কের চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য সুখবর রয়েছে। ১২০টি শূন্যপদে এই গ্রেড বি অফিসার নিয়োগ (RBI Grade B Officer Recruitment) করবে রিজার্ভ ব্যাঙ্ক। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার অধীনে জানা যাচ্ছে যে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিয়োগ প্রক্রিয়া। শীঘ্রই ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রিজার্ভ ব্যাঙ্ক বিস্তারিত আকারে। সেই বিজ্ঞপ্তিতেই যোগ্যতা, প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া, পরীক্ষা, বয়স সম্পর্কিত তথ্যগুলি বিশদে জানা যাবে।
২০২৫ সালের জন্য এই নিয়োগের (RBI Grade B Officer Recruitment) ক্ষেত্রে তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের। এর মধ্যে প্রথমে রয়েছে অফিসারস ইন গ্রেড বি (ডিআর) জেনারেল, এই পদে লোক নেওয়া হবে ৮২ জন। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ পদে লোক নেওয়া হবে ১৭ জন। আর সবশেষে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট পদের জন্য ২০ জন কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ১৮ অক্টোবর এবং ১৯ অক্টোবর প্রথম দুটি ক্যাটাগরির পদের জন্য প্রথম ধাপের পরীক্ষা হবে লিখিতভাবে আর এরপরে ৬ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর তারিখে হবে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা। সর্বোচ্চ তিনটি পেপারে পরীক্ষা হবে এই রিজার্ভ ব্যাঙ্কের গ্রেড বি অফিসার (RBI Grade B Officer Recruitment) পদের জন্য। পরীক্ষা প্রথম ধাপে সম্পূর্ণরূপে অনলাইনে হবে। এই পদের জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের ইকোনমিক্স বা ফিনান্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বা পিজিডিআইএম বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। অফিসার গ্রেড বি ডিআইএসএম-এর জন্য স্ট্যাটিস্টিক্স বা গণিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
কানারা ব্যাঙ্কেও চলছে নিয়োগ। সেলস এবং মার্কেটিংয়ে ট্রেনি পদে নিয়োগ করা হবে কর্মীদের। আবেদন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যাঁরা আবেদন করবেন, তাঁদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক পাশ করলেই চলবে। তবে ৫০ শতাংশ নম্বর পেতেই হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















