Recruitment News: ESIC সংস্থায় সহকারী অধ্যাপকের পদে নিয়োগ, কতগুলি শূন্যপদ ? কীভাবে আবেদন করবেন ?
ESIC Recruitment News: ESIC সংস্থায় বিভিন্ন বিভাগে মোট ১৮টি শূন্যপদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থী নিয়োগ করা হবে মোট ৭ জন। বাকি সবই সংরক্ষিত পদে নিয়োগ করা হবে।
ESIC Recruitment: সহকারী অধ্যাপক নিয়োগ করবে ESIC সংস্থা। বিভিন্ন বিভাগে এই সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। মোট ১৮টি শূন্যপদে করা হবে এই নিয়োগ। নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি রয়েছে এই অধ্যাপক পদের জন্য। তবে প্রার্থীর বয়স (ESIC Recruitment) হতে হবে ৬৯ বছরের মধ্যে। ESIC সংস্থায় প্রার্থী নির্বাচিত হলে আপনি মাসে ৬৭ হাজার ৭০০ টাকা বেতন পাবেন। এছাড়াও মিলবে অসংখ্য সুবিধে ও অ্যালাউয়েন্স। তবে এই চাকরি শুধুমাত্র স্থায়ী চাকরি নয়, এখানে নিয়োগ হবে সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে। প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ (Recruitment News) করা হবে প্রার্থীদের। দেখে নিন এই পদের জন্য কী কী যোগ্যতা লাগবে, কীভাবেই বা করা হবে এই নির্বাচন।
শূন্যপদ কতগুলি আছে
ESIC সংস্থায় বিভিন্ন বিভাগে মোট ১৮টি শূন্যপদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থী নিয়োগ করা হবে মোট ৭ জন। বাকি সবই সংরক্ষিত পদে নিয়োগ করা হবে। অ্যানাটমি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনারেল সার্জারি, এমার্জেন্সি মেডিসিন, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি ইত্যাদি নানা বিভাগে করা হবে এই নিয়োগ।
বয়সসীমা
ESIC সংস্থায় সহকারী অধ্যাপক হিসেবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ন্যূনতম হতে হবে ৬৯ বছরের মধ্যে।
কী শিক্ষাগত যোগ্যতা লাগবে
ESIC সংস্থায় সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের ক্ষেত্রে এনএমসি (এমসিআই) নির্দেশিকা মেনে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন প্রার্থীরা। সংস্থার পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তাতে এই শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে দেওয়া আছে।
প্রার্থীর বেতন কত হবে
ESIC সংস্থায় কাজের ক্ষেত্রে প্রার্থী নির্বাচিত হলে মাসিক ৬৭ হাজার ৭০০ টাকা বেতন পাবেন এবং তাঁর সঙ্গে অন্যান্য আরও কিছু অ্যালাউয়েন্সও রয়েছে বেতনের সঙ্গে।
কাজের মেয়াদ
এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। এই কাজের জন্য ESIC সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজে যোগ দিতে হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য করা হবে এই চুক্তি। তবে প্রার্থীর দক্ষতা অনুযায়ী এই মেয়াদ বাড়তে পারে।
প্রার্থী নির্বাচন কীভাবে হবে
আবেদনের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না।
গুরুত্বপূর্ণ তারিখ
১৭ অগাস্ট থেকে ESIC সংস্থায় এই সমস্ত পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর এই প্রক্রিয়া শেষ হবে। অর্থাৎ ৭ সেপ্টেম্বরের আগেই আবেদন করে ফেলতে হবে এই সংস্থায়। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে হতে পারে এই সংস্থায় প্রার্থী নির্বাচনের ইন্টারভিউ।
আরও পড়ুন: RRB Recruitment 2024: রেলে প্যারা মেডিক্যাল কর্মী নিয়োগ, শূন্যপদ কত? কোন কোন পদে নিয়োগ হবে?
Education Loan Information:
Calculate Education Loan EMI