SBI Recruitment 2022: ৪১,০০০ টাকা বেতন, স্টেট ব্যাঙ্কে ৬৪১টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
SBI Jobs 2022: স্টেট ব্যাঙ্কে ভাল বেতনে চাকরির সুযোগ। বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে SBI। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরির বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।
SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে ভাল বেতনে চাকরির সুযোগ। বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে SBI। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরির বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।
SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে । ইতিমধ্যেই এই পদগুলির জন্য আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া 18 মে থেকে শুরু হয়েছে। এই পদে আবেদনের শেষ তারিখ 07 জুন 2022। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারেন৷ এই পদগুলিতে আবেদনের জন্য মোট 641টি পদ খালি করা হয়েছে৷
SBI Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন করার তারিখ - 18 মে 2022
অনলাইনে আবেদন করার শেষ তারিখ - 07 জুন 2022
SBI Recruitment 2022: মোট শূন্যপদ
চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর (CMF-AC) – ৫০৩
চ্যানেল ম্যানেজার সুপারভাইজার (CMS-AC) – 130
সাপোর্ট অফিসার (SO-AC) – 8
SBI Recruitment 2022 : বেতনের বিবরণ
এই চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেট (CMF-AC) পদে প্রতি মাসে 36,000 টাকা বেতন দেবে ব্যাঙ্ক। চ্যানেল ম্যানেজার সুপারভাইজার (CMS-AC) পদে প্রতি মাসে 41,000 টাকা দেওয়া হবে নিযুক্তকে। বাকি সাপোর্ট অফিসার (SO-AC) - প্রতি মাসে পাবেন 41,000 টাকা।
SBI Recruitment 2022 : বয়স সীমা
এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স 60 বছরের মধ্যে হতে হবে।
SBI Recruitment 2022 : নির্বাচন প্রক্রিয়া
সাক্ষাৎকার ও মেধা তালিকার ভিত্তিতে এসব পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন : India Post Recruitment 2022: পোস্ট অফিসে ৩৮,০০০ পদ খালি, যোগ্যতা কী লাগবে জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI