WBMSC Recruitment 2022: রাজ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন
WBMSC Recruitment 2022: রাজ্যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে (WBMSC) সব মিলিয়ে ২১টি পদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
Jobs In WBMSC: ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে (WBMSC) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট(Junior Assistant) পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। জেনে নিন আবেদনের যোগ্যতা, তারিখ ও অন্যান্য বিষয়।
WBMSC Recruitment 2022: রাজ্যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে (WBMSC) সব মিলিয়ে ২১ টি পদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ২০২২ সালের এই পরীক্ষা হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তত্ত্বাবধানে। আগ্রহী চাকরিপ্রার্থীদের এই বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
JUNIOR ASSISTANT – 21 Posts
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স সীমা : 01/01/2022 তারিখের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে। SC/ST দের জন্য 05 বছর ও OBC বিভাগের জন্য 03 বছর বয়সের ঊর্ধ্ব সীমা শিথিলযোগ্য।
WBMSC Recruitment 2022: প্রার্থী নির্বাচন
এই পদে আবেদনের পর চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও ব্যক্তিত্ব পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে - https://www.mscwb .org প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম ও অন্যান্য বিশদ বিবরণের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
Jobs In WBMSC: আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই 200/- (SC/ST ও PH প্রার্থীদের জন্য 50/- টাকা) আবেদন ফি দিতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা অন্য কোনও বিকল্প ব্যবহার করে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়া যাবে। সেই সময় অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে। আরও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।
কীভাবে আবেদন করবেন: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন - https://www.mscwb.org 17/03/2022 তারিখ থেকে 13/04/2022 -এর মধ্যে করতে হবে আবেদন।
নির্ধারিত ফি ও অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট-আউট করতে হবে। এই পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) কে কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাতে হবে না। সব যাচাইকরণ পদ্ধতি যথাসময়ে সম্পন্ন করতে হবে।
Official website of West Bengal Municipal Service Commission (WBMSC) — https://www.mscwb.org
Education Loan Information:
Calculate Education Loan EMI