Indian Railway Bharti 2022: ১৭ ডিসেম্বর শেষ তারিখ, দশম শ্রেণি পাশ হলেই রেলে চাকরির সুযোগ,২৫০০টিরও বেশি পদে হবে নিয়োগ
Railway Recruitment 2022: ফের রেলে চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলে শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।
![Indian Railway Bharti 2022: ১৭ ডিসেম্বর শেষ তারিখ, দশম শ্রেণি পাশ হলেই রেলে চাকরির সুযোগ,২৫০০টিরও বেশি পদে হবে নিয়োগ west-central-railway-recruitment-2022-for-2521-posts-apply-at-wcr-indianrailways-gov-in Indian Railway Bharti 2022: ১৭ ডিসেম্বর শেষ তারিখ, দশম শ্রেণি পাশ হলেই রেলে চাকরির সুযোগ,২৫০০টিরও বেশি পদে হবে নিয়োগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/ffadda4e6f30f7b53bfc25da3e864cb71670291763215394_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Railway Recruitment 2022: ফের রেলে চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলে শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। আগ্রহী চাকরিপ্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল সাইটে যোগাযোগ করতে পারেন। সেখানেই এই বিষয় বিস্তারিত জানতে পারবেন।
Railway Recruitment 2022: কোন তারিখ কী আবেদন
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের পশ্চিম মধ্য রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার ঠিকানা হল - wcr.indianrailways.gov.in। দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীদের জন্য রেলওয়েতে চাকরি পাওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ।
Indian Railway Bharti 2022: কতগুলো পদে হবে নিয়োগ
এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট ২৫২১টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের শেষ তারিখের আগে ফর্মটি পূরণ করতে হবে৷ শেষ তারিখের পরে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
Railway Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
এই ক্ষেত্রে দশম ও দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে চাকরিপ্রার্থীদের। সঙ্গে নির্দিষ্ট ট্রেডে ITI যোগ্যতাসম্পন্ন হতে হবে আবেদনকারীকে । পাশাপাশি দশম ও দ্বাদশ শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে চাকরিপ্রার্থীর। তবেই সে আবেদনের জন্য বিবেচিত হবে।
Indian Railway: চাকরিপ্রার্থীর বয়সসীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।
Railway Recruitment 2022: আবেদন মূল্য
প্রার্থীকে নিম্নলিখিত আবেদনমূল্য জমা দিতে হবে।
জেনারেল ও ওবিসিদের জন্য আবেদকারীকে ১০০ টাকা দিতে হবে।
পাশাপাশি মহিলা, তফশিলি জাতি ,উপজাতি ছাড়াও PwBD শ্রেণির জন্য প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।
Indian Railway: এভাবে আবেদন করুন
এই পদে আবেদন করতে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in দেখুন।
এখানে Go To Contacts এ যান। এর পর রিক্রুটমেন্ট সেকশনে যান। পরবর্তী ধাপে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে যান ও সবশেষে 2022-23 এর জন্য এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসে ক্লিক করুন।
এখন Apply লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন।
পরবর্তী ধাপে আবেদনপত্র পূরণ করুন ও নথি আপলোড করুন।
এখন ফি জমা দিয়ে ফর্ম জমা দিন।
শেষে প্রিন্ট আউট নিন।
আরও পড়ুন : Career Options: বিবাহিত মহিলাদের জন্য সেরা ক্যারিয়ার হতে পারে এই ৫ কাজ
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)