(Source: Poll of Polls)
Abhishek Banerjee: কেজরিওয়ালের জেল হলে নড্ডার কেন নয়, প্রশ্ন অভিষেকের, ওড়ালেন মোদির দাবিও
Electoral Bonds: নির্বাচনী বন্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দাবি করেছেন, তা-ও কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিষেক।
কলকাতা: নির্বাচনী বন্ড নিয়ে বিজেপি-কে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে থাকেন, তাহলে বিজেপি সভাপতি জেপি নড্ডার কেন জেল হবে না প্রশ্ন তুললেন তিনি। নির্বাচনী বন্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দাবি করেছেন, তা-ও কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিষেক। (Abhishek Banerjee)
রাত পোহালেই লোকসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার কালনায় সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, "যে আবগারি দুর্নীতির কথা বলা হচ্ছে, তাতে তথাকথিত ১০০ কোটি টাকার দুর্নীতির কথা বলা হচ্ছে। যদি অভিযোগ সত্যি বলে ধরেও নেওয়া হয়, তাহলে ওই ১০০ কোটির মধ্যে ৫০ কোটি কো বিজেপি-তে গিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে! তাহলে অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকলে, জেপি নড্ডা জেলে যাবেন না কেন?" (Electoral Bonds)
আবগারি দুর্নীতি মামলায় প্রায় এক মাস হতে চললে গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল। কিছু ব্য়বসায়ীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য Aam Aadmi Party মোটা টাকা পেয়েছিল বলে অভিযোগ। এর পাল্টা AAP-এর তরফে আবার অন্য দাবি সামনে আনা হয়েছে। সম্প্রতি প্রকাশিত নির্বাচনী বন্ডের তালিকায় অরবিন্দ ফার্মা নামের একটি সংস্থার তরফে বিজেপি-র তদবিলে ৫০ কোটির বেশি চাঁদা দেওয়ার হিসেব সামনে আসে। সংস্থার ডিরেক্টর শরৎচন্দ্র রেড্ডিকে গ্রেফতারও করে ED. কিন্তু বিজেপি-কে তাঁর সংস্থা চাঁদা দেওয়ার পরই শরৎচন্দ্র জামিন পেয়ে যান এবং সাক্ষী হয়ে যান বলে অভিযোগ তোলে AAP. সেই প্রসঙ্গই এদিন তোলেন অভিষেক।
আরও পড়ুন: Arvind Kejriwal Arrested: কলা-মিষ্টি খেয়ে ইচ্ছাকৃত ভাবে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল, আদালতে দাবি ED-র
নরেন্দ্র মোদি সরকারের নির্বাচনী বন্ডকে 'অসাংবিধানিক' ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদি জানান, নির্বাচনী বন্ড ছিল বলেই কোন দলকে, কে চাঁদা দিয়েছে, তা বোঝা সম্ভব হয়েছে। মোদির সেই দাবি নিয়েও মুখ খুলেছেন অভিষেক। তাঁর প্রশ্ন, "সে তো চেক জমা দিলেও বোঝা যেত! NEFT, RTGS করলেও কে, কাকে টাকা দিয়েছে বোঝা যেত। তার জন্য নির্বাচনী বন্ডের কী দরকার?"
লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের পরিস্থিতি নিয়েও এদিন মুখ খোলেন অভিষেক। মোদিনীপুর কোতোয়ালি থানায় ঢুকে অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। সেই নিয়ে মামলাও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে অভিষেক জানান, পায়ের তলায় মাটি নেই। হতাশা থেকেই বিজেপি এসব করছে। ৪ জুন ফলঘোষণার পরই মানুষ কার সঙ্গে রয়েছেন বোঝা যাবে বলেও জানান অভিষেক।