Amit Shah on Bengal:চাইলে মন্ত্রীর ওপর হামলার তদন্ত সিবিআই-কে দিক রাজ্য, চ্যালেঞ্জ অমিত শাহর
চাইলে সিবিআইয়ের হাতে মন্ত্রীর উপর হামলার তদন্ত তুলে দিক পশ্চিমবঙ্গ সরকার। এবিপি নিউজের শিখর সম্মেলনে জানিয়ে দিলেন অমিত শাহ। উল্লেখ্য, বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা হয়। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমান, দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা ফাটানো হয়েছে।
নয়াদিল্লি ও কলকাতা: চাইলে সিবিআইয়ের হাতে মন্ত্রীর উপর হামলার তদন্ত তুলে দিক পশ্চিমবঙ্গ সরকার। এবিপি নিউজের শিখর সম্মেলনে জানিয়ে দিলেন অমিত শাহ। উল্লেখ্য, বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা হয়। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমান, দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা ফাটানো হয়েছে। তিনি বলেছেন, এটা একটা চক্রান্ত। কেউ কেউ গত কয়েকমাস ধরে ওর ওপর দল বদলের জন্য চাপ তৈরি করছিল। এখন তদন্ত চলছে। তাই কারুর নাম করতে চাই না।
এই ঘটনা নিয়েই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চাইলে এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিক রাজ্য। তদন্তে সব কিছু স্পষ্ট হয়ে যাবে।
এবিপি নিউজের শিখর সম্মেলনে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের পাশাপাশি কৃষক বিক্ষোভ, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত জানিয়েছেন শাহ। তিনি জোরের সঙ্গে বলেছেন যে, পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পেয়ে সরকার গড়বে বিজেপি।
পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যে এসেছেন শাহ। বেশ আক্রমণাত্মক মেজাজে রাজ্যে ভোটের প্রচার শুরু করেছেন তিনি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে শাহ বলেছেন, ভোটের আগে মানুষের কাছে পৌঁছনো দলের প্রত্যেক নেতা ও কর্মীর দায়িত্ব। কী কাজ হয়েছে, তা জনগনকে জানানোর কর্তব্য রয়েছে। তিনিও তাই করছেন।
পশ্চিমবঙ্গে ভোটের আগে বিতর্কের কেন্দ্রে জয় শ্রী রাম স্লোগান। এ ব্যাপারে শাহ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন। কেউ যদি এই স্লোগান দেয়, তাহলে তৃণমূল নেত্রীর আপত্তি কেন, সেই প্রশ্ন তুলেছেন শাহ।
এই স্লোগানের পাশে দাঁড়িয়ে শাহ বলেছেন, জয় শ্রীরাম কোনও রাজনৈতিক স্লোগান নয়।এটা সাধারণ মানুষের ধ্বনি।
এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়াই করতে ঝাঁপিয়ে পড়েছে আসাদউদ্দিন ওয়েসির মিম। তৃণমূল মিম-কে বিজেপির বি-টিম বলে আক্রমণ করেছে। এ ব্যাপারে অমিত শাহ বলেছেন, ওয়েসি ও বিজেপিকে কেউ যদি বন্ধু বলে মনে করেন, তাহলে তাঁর কোনও ধারণাই নেই।
একইসঙ্গে বিজেপির প্রাক্তন সভাপতি বলেছেন, প্রত্যেকেরই নিজস্ব ভাবনাচিন্তা রয়েছে এবং যে যেমন মনে করেন, তেমন বলতেই পারেন।
অমিত শাহ আরও বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে ছোট ছোট জোট বিজেপিকে সাহায্য করবে। ওয়েসি সম্পর্কে তিনি বলেছেন, মিম তাদের মতো করে ভোটে লড়ছে, বিজেপি বিজেপির মতো।
পশ্চিমবঙ্গে দলে টিকিট বন্টনের ক্ষেত্রে কোনও ধর্মীয় ফ্যাক্টর কাজ করবে না বলেও জানিয়েছেন শাহ।
এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ও ভবানীপুর-এই দুটি আসন থেকে ভোটে লড়ার কথা বলেছেন। এ ব্যাপারে শাহ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি আসন থেকে ভোটে লড়া উচিত। যদি বলে থাকেন, তাহলে তাঁর নন্দীগ্রাম থেকেই ভোটে দাঁড়ান মমতা।