Madan Mitra: ফুটবলে শট মেরে ‘রাম-বাম’-কে গোল দেওয়ার বার্তা, ফের মিউজিক ভিডিওয় তৃণমূলের ‘রঙিন ছেলে’ মদন
Football World Cup: পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই ফের গান ধরলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
হিন্দোল দে, কলকাতা: ফোকাসে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) এবং আসন্ন ফুটবল বিশ্বকাপ (Football World Cup 2022)। এই আবহে রিলিজ হওয়ার মুখে মদন মিত্রের (Madan Mitra) আরও একটি মিউজিক ভিডিও। গ্রামবাংলার ভোট নিয়ে গানের সুরে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC)। শট মারলেন ফুটবলে। দক্ষিণ কলকাতার একটি ক্লাবে হল শ্যুটিং।
রাজনীতি করতে করতেই ফের গান ধরলেন মদন
ফের গেয়ে উঠলেন মদন মিত্র। বিধানসভা ভোটের আগে তাঁর মুখে জনপ্রিয় হয়েছিল ‘কুমড়োগুলো ফুলো ফুলো.. ওহ লাভলি!’ এ বার পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই ফের গান ধরলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। দক্ষিণ কলকাতার একটি ক্লাবে মিউজিক ভিডিওর শ্যুটিং সারলেন মদন।
এক দিকে পঞ্চায়েত নির্বাচন, অন্যদিকে ফুটবল বিশ্বকাপ, দুই মহাযুদ্ধের আবহে সুর বাঁধলেন তৃণমূলের ‘রঙিন ছেলে’। মধ্যপ্রাচ্যের পোশাক পরে হাতে ওয়ার্ল্ড কাপের রেপ্লিকা নিয়ে কখনও ফুটবলে শট মারলেন, অনুরাগীদের সঙ্গে গানের তালে তালে কখনও আবার বিরোধীদের দিকে ভোটের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মদন মিত্র। নির্বাচনী যুদ্ধের পাশাপাশি ফুটবল বিশ্বকাপও উঠে এল গানের কথায়।
আরও পড়ুন: Suvendu Adhikari: তাজ বেঙ্গলে অভিষেকের ছেলের জন্য এলাহি আয়োজন! শুভেন্দুর দাবি নস্যাৎ করল তৃণমূল
এবিপি আনন্দের মুখওমুখি মদন বলেন, "নন্দীগ্রামে গোল, সিঙ্গুরেতেও গোল, দিলুর গ্রামে গোল, আর শিশুর গ্রামে গোল। আমরা হলাম ব্রাজিল, আর্জেন্টিনা, রামে-বামে ছেদো জোটে, পাত্তা দিই না। ওহ্ লাভলি।"
গত বছর, ভবানীপুরে উপনির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে মিউজিক ভিডিওয় শোনা গিয়েছিল মদনের গান। চলতি বছরের মে মাসে প্রকাশিত হয় আর একটি মিউজিক ভিডিও। সেই ভিডিওয় গান করেননি কামারহাটির তৃণমূল বিধায়ক। করেন শুধু অভিনয়।
বিজেপি-বাম জোট তত্ত্ব তুলে ধরে আগেই সরব হয়েছেন মদন
এ বার ফের একবার মিউজিক ভিডিওয় মদন। পঞ্চায়েত নির্বাচনের আগে মুক্তি পেতে হতে চলা তৃণমূল বিধায়কের নতুন মিউজিক ভিডিওর অ্যালবামে আর কী চমক রয়েছে? তা জানার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।
তবে শুধু গানেই নয়, কথার হুলেও সম্প্রতি বাম-বিজেপি-কে বেঁধেন মদন। নন্দকুমারে সমবায় সমিতির নির্বাচনে বাম ও বিজেপি সমর্থিতদের সমঝোতায় শূন্য হয়ে যায় তৃণমূল। তা নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল মদনের গলায়। সরাসরি বলেছিলেন, "কখন কোথায় টপকে যাবেন, নিজেদেরই বুঝতে অসুবিধা হবে। সিপিএম অবশ্য এই মন্তব্যে কোনও গুরুত্বই দিচ্ছে না।"