Amit Shah: 'এজেন্সি নয়, সংগঠনের উপর নির্ভর করে লড়াই', রাজ্য বিজেপিকে শাহি-নির্দেশ
Amit Shah in WB: সূত্রের খবর, বাংলায় ইলেকশন ম্যানেজমেন্ট টিমের বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
কলকাতা: ফের বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দলীয় অনুষ্ঠানে কলকাতায় এসে রাজ্য বিজেপিকে (West Bengal BJP) কার্যত আগামী লোকসভা ভোটের (Lok Sabha Eelction) জন্য দিকনির্দেশ দিয়েছেন তিনি। তার সঙ্গে দিয়েছেন একাধিক নির্দেশও।
সংগঠনের জোর দেওয়ার নির্দেশ:
রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে রাজ্যে বিজেপির সংগঠনের ভিত মজবুত করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, অমিত শাহের বার্তা, 'এজেন্সির উপর ভর করে নয়, লড়তে হবে সংগঠনের উপর নির্ভর করেই।' বাংলায় বিজেপির (BJP Election Managment Team) ইলেকশন ম্যানেজমেন্ট টিমের বৈঠক ছিল। সূত্রের খবর সেখানেই এমন বার্তা দিয়েছেন অমিত শাহ। তিনি নাকি বলেছেন যে, এজেন্সি কী কাজ করছে তা দেখলে চলবে না নেতাদের। এজেন্সি তাদের মতো কাজ করবে। অন্যদিকে দলের কাজ দলের তরফেই করতে হবে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের জন্য শাহি বার্তা, 'সাফল্য পেতে হলে সর্বশক্তি দিয়ে মজবুত সংগঠনের ভিত্তিতে ঝাঁপাতে হবে।'
বাংলায় ইলেকশন ম্যানেজমেন্ট টিম:
লোকসভার ভোটে বাংলায় ৩৫ আসন জেতার লক্ষ্য রয়েছে বিজেপির। তার আগে বাংলায় ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করা হল। রাজ্যে ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করলেন শাহ-নাড্ডা। ৫ কেন্দ্রীয় নেতা সহ ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন। ৪ কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াই তৈরি ইলেকশন ম্যানেজমেন্ট টিম। ইলেকশন ম্যানেজমেন্ট টিমে রয়েছেন সুনীল বনসল, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রাহুল সিন্হা। রয়েছেন অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো ও সতীশ ধন্ড। টিমে নেই ৪ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার। রাখা হয়নি মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, মনোজ টিগ্গাকেও।
ভরসা সাইবার যোদ্ধারা:
কলকাতায় এসে ফের লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। ৩৫ আসনের লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ দায়িত্ব দিলেন বিজেপির আইটি সেলের উপর। তিনি বললেন, 'দেশের অন্যান্য এলাকার তুলনায় বাংলায় সাইবার যোদ্ধাদের কাজ বেশি গুরুত্বপূর্ণ। টিএমসি-র দুর্নীতি, তোষণ, হিংসা, কৃষক বিরোধী, উন্নয়ন বিরোধী মডেল সর্বসমক্ষে আনার বড় দায়িত্ব সাইবার যোদ্ধাদের উপর। আমি নিশ্চিত যে, সাইবার যোদ্ধারাই বাংলায় ৩৫টি পদ্ম ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।' ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপির আইটি সেলের সঙ্গে বৈঠকের পর সোশাল মিডিয়ায় পোস্ট অমিত শাহর।
আরও পড়ুন: 'ব্রাত্য গুণী শিল্পীরা..', রাজ্যের পাল্টা এবার কলকাতায় 'বঙ্গ সঙ্গীত উৎসব' BJP-র