Panchayat Election News : আক্রান্তদের একটাই অপরাধ, তাঁরা নরেন্দ্র মোদিকে ভালবাসেন: রবিশঙ্কর প্রসাদ
Panchayat Election Violence'পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন কোনও পদক্ষেপ করছে না।' বললেন রবিশঙ্কর
কলকাতা : পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের ( Panchayat Poll Violence ) খতিয়ান নিতে বুধবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাসনাবাদের পর আজ দক্ষিণ ২৪ পরগনায় যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ( BJP Fact Finding Team ) । রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ৫ বিজেপি সাংসদ প্রথমে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন।
'আক্রান্তদের একটাই অপরাধ ...'
বুধবারই সাংবাদিক বৈঠক করে ভোট-হিংসা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান রবিশঙ্কর প্রসাদ ( RaviShankar Prasad )। বৃহস্পতিবার তিনি আবারও বলেন, 'ভোট-হিংসার যন্ত্রণাদায়ক ছবি দেখেছি। যাঁদের উপর হামলা হয়েছে, তাঁদের বাড়িতে গিয়েছি, আক্রান্তদের একটাই অপরাধ, তাঁরা নরেন্দ্র মোদিকে ভালবাসেন'।
'শুধু দুঃখিত হলে হবে না ...'
বুধবার কলকাতা থেকে সোজা হিঙ্গলগঞ্জে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হিঙ্গলগঞ্জে ভোট সন্ত্রাসে ঘরছাড়ার পরিবারের সঙ্গে কথা বলে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল । তারপর বৃহস্পতিবার আরও কয়েকটি জেলায় যাওয়ার কথা রবিশঙ্কর ও তার দলের। রাজভবনে গিয়ে তিনি বলেন, 'পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন কোনও পদক্ষেপ করছে না। মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথমবার বলেছেন, তিনি হিংসার জন্য দুঃখিত। শুধু দুঃখিত হলে হবে না, পদক্ষেপ করতে হবে। আমরা ডায়মন্ড হারবার যাচ্ছি, আশা করছি আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হবে'।
বুধবারই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কটাক্ষ করেন। তিনি বলেন, 'কথায় কথায় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। এভাবে দেশ চলে না। দেশ চালাতে ধৈর্য রাখতে হয়। ' কেন্দ্রর উদ্দেশে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ' ত্রিপুরায় যখন ৯৩ শতাংশ আসনে ভোট হয় না, কোথায় থাকে ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটি? উত্তরপ্রদেশে খন ৬৭ শতাংশ আসনে ভোট হয় না, কোথায় থাকে তারা? মণিপুর জ্বলছে। কোথায় ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটি। অসমে এত খুন হল। কোথায় কমিটি? উত্তরপ্রদেশে এত লোক খুন হল কোথায় কমিটি? বিজেপি বলছে আমরা থাকলে এনকাউন্টার করে দিতাম। কাকে করবে? এনআরসি নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে। কত ডেডবডি খুঁজে পাওয়া গেল না। কটা কমিটি গেছে? ' বৃহস্পতিবার সকালে রাজভবনে ঢোকার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শাণান প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তিনি বলেন, ' কীভাবে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্য়ায় চালাচ্ছেন, পৃথিবীকে দেখাতে চাই। আমরা মানুষের কষ্ট বুঝতে এসেছি, মমতার সার্টিফিকেট চাই না' ।