Lok Sabha Election 2024: এবার শিলিগুড়িতে তৃণমূলের বিক্ষোভের মুখে দার্জিলিঙের বিজেপি প্রার্থী
Raju Bista : এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী গোপাল লামা। যাঁর লড়াই বিজেপির রাজু বিস্ত এবং কংগ্রেসের মুনিশ তামাংয়ের সঙ্গে।
শিলিগুড়ি : সুকান্ত মজুমদারের পর এবার রাজু বিস্ত। শিলিগুড়িতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিঙের বিজেপি প্রার্থী। তিনি বলেন, "তৃণমূলের কিছু কর্মীর অভিযোগ ছিল, বিজেপির কিছু কর্মী ওখানে জয় শ্রীরাম স্লোগন দিচ্ছেন। প্রচার করছেন। কিন্তু আমি দেখলাম, ওখানে যিনি স্লোগান দিচ্ছিলেন তিনি একজন ভোটার। তৃণমূল হোক বা বিজেপি, যেটা ভুল সেটা ভুলই। আমার দল, দলের কার্যকর্তা বলে বাঁচাব না। কেউ ভুল করলে নির্বাচন কমিশনের তদন্ত করে দেখা উচিত। যে দলই ভুল করুক সেটা ভুল।"
বিক্ষোভের মুখে সুকান্তও-
লোকসভা ভোটের দ্বিতীয় দফাতে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বালুরঘাট লোকসভা কেন্দ্রও। তপনের একটি বুথে সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সকাল থেকেই ফুটছে সুকান্ত মজুমদারের কেন্দ্র। তপনে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। তা দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অনুগামীদের নিয়ে সেখানে হাজির হতেই তৃণমূলকর্মীরা স্লোগান দিতে শুরু করে। এরপরই রেগেমেগে তেড়ে যান সুকান্ত । তৃণমূলকর্মীদের গো-ব্যাকের পাল্টা স্লোগান ওঠে বিজেপির তরফে। জয় শ্রীরাম স্লোগান তুলতেই আরও ক্ষেপে ওঠেন তৃণমূল কর্মীরা। তৃণমূলকর্মীদের সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা চরমে ওঠে। বিজেপির মহিলা কর্মীদের কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী।
তৃণমূল অবশ্য তা মানতে নারাজ। তাদের দাবি, সুকান্তর উস্কানিতেই অশান্তি হয়েছে। তপনের পরিস্থিতি দেখে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। এরপর শিলিগুড়িতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিঙের বিজেপি প্রার্থী।
দার্জিলিঙে বিজেপি প্রার্থী হিসেবে রাজু বিস্তের নাম ঘোষণা হতেই নির্দল হিসেবে দাঁড়ানোর হুঙ্কার দিয়েছিলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। শেষ অবধি নিজের অবস্থানে অনড় থেকে দার্জিলিঙ লোকসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও জমা দেন। ভূমিপুত্র আর পৃথক রাজ্য, এই দুই আবেগে শান দিয়ে লোকসভার লড়াইয়ে নেমে পড়েন তিনি।
প্রসঙ্গত, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী গোপাল লামা। যাঁর লড়াই বিজেপির রাজু বিস্ত এবং কংগ্রেসের মুনিশ তামাংয়ের সঙ্গে। কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন ওই কেন্দ্র থেকে।
আরও পড়ুন ; সুকান্ত গড়ে ধুন্ধুমার, বিজেপি মহিলা কর্মীকে চড়, এজেন্টকে কটূক্তি, ফুটছে বালুরঘাট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।