এক্সপ্লোর

Dilip Ghosh: ছাড়তে রাজি ছিলেন না তিনি, তার পরও বদলাল কেন্দ্র, দিলীপের মেদিনীপুরে এবার অগ্নিমিত্রা

Lok Sabah Elections 2024: খড়্গপুর সদরের বিধায়ক ছিলেন দিলীপ। ২০১৯ সালে মেদিনীপুরের সাংসদ হন তিনি।

কলকাতা: দূর দূর পর্যন্ত যখন চোখে পড়ত না গেরুয়া, সেই সময় রাজ্যে পদ্ম ফোটানোর কাজ করেছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরে রাজ্য় বিজেপি-তে ক্রমশই কোণঠাসা হয়ে পড়তে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন কি না, সেই নিয়েও ধন্দ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী করল বিজেপি। তবে মেদিনীপুর নয়, এবার তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করল গেরুয়া শিবির। আর মেদিনীপুরে দিলীপের কেন্দ্রে দাঁড় করানো হল, রাজনীতিতে তাঁরই শিষ্যা অগ্নিমিত্রা পালকে। (Agnimitra Paul)

খড়্গপুর সদরের বিধায়ক ছিলেন দিলীপ। ২০১৯ সালে মেদিনীপুরের সাংসদ হন তিনি। সেই সুবাদেই দিলীপকে মেদিনীপুর থেকে আলাদা করা যেত না এতদিন। কিন্তু সেই মেদিনীপুর থেকেই এবার সরানো হল তাঁকে। সেই নিয়ে দিলীপের বক্তব্য, "আমাকে বলা হয়েছিল কেন্দ্রের পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম, আট বছর ধরে যেখানে আছি, কাজ করেছি, লড়াই করেছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়তে চাই। তবে দলের সিদ্ধান্তই শেষ কথা।" (Lok Sabah Elections 2024)

মেদিনীপুরে এতদিন ধরে একটু একটু করে নিজের জমি তৈরি করেছেন দিলীপ। হঠাৎ করে কেন্দ্র বদলে যাওয়ায় লড়াই কি কঠিন হবে দিলীপের? বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। সেই নিয়ে প্রশ্ন করলে দিলীপ বলেন, "মেদিনীপুরে যখন আমি গিয়েছিলাম, তখন বিজেপি-ই ছিল না। বিধায়ক, সাংসদ, নেতা রয়েছেন। আজ আর কঠিন লড়াই নয়। আমরা জিততে পারি, ১৮ জন সাংসদ দিয়েছেন বাংলার মানুষ আমাদের লক্ষ লক্ষ কর্মী রয়েছে। তবে চ্যালেঞ্জ তো রয়েইছে। তবে কীর্তি আজাদকে ক'জন চেনেন? গোটা পশ্চিমবঙ্গ আমার চেনা। সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি। মানুষ আমাকে চেনেন, আমিও চিনি।"

আরও পড়ুন: BJP Candidate List: পদ্মে ফিরে আবারও প্রার্থী অর্জুন, তাপসকেও লোকসভা নির্বাচনে টিকিট দিল বিজেপি

দিলীপকে প্রার্থী করা নিয়ে বিগত কিছুদিন ধরেই বিজেপি-র অন্দরে টালবাহানা চলছিল বলে খবর উঠে আসে একাধিক বার। তবে খেদ নেই দিলীপের। তাঁর যুক্তি, দল যা ভাল মনে করেছে, হয়েছে। সোমবারই বর্ধমান চলে যাচ্ছেন দিলীপ। নির্বাচন পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। কিন্তু এতদিন যেখানে লড়াই করলে, একটুও কি অভিমান হচ্ছে না দিলীপের? তিনি জানান, দলের সৈনিক হিসেবে এতদিন সব দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও করবেন।

দিলীপের হাত ধরেই রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছিলেন অগ্নিমিত্রা। সেই অগ্নিমিত্রার কাছে চেনা কেন্দ্র হাতছাড়া হওয়ায় কি একটুও অভিমান নেই তাঁর? দিলীপ বলেন, "আমি নেতা এই জন্যই যে মাটি  তৈরি করে বাকিদের জায়গা দিই। বহু লোককে দলে এনে নেতা, বিধায়ক, সাংসদ বানিয়েছি। আমার উপর বিশ্বাস রেখে কঠিন জায়গা দিয়েছে দল।"

প্রার্থিঘোষণার আগে এদিন দিলীপের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা। কী কথা হয় দু'জনের মধ্যে? দিলীপ বলেন, "আশীর্বাদ চাইতে এসেছিলেন। আমি বললাম, যাও, জেতার জন্য মেদিনীপুর তৈরি আছে। লড়াই করো।" দিলীপের আসনে প্রার্থী হওয়া নিয়ে অগ্নিমিত্রার বক্তব্য, "আমাদের বিজেপি-তে কেউ কোনও জায়গায় স্থায়ী নন। দিলীপদা কোথায় লড়বেন, আমি কোথায় লড়ব, আদৌ টিকিট পাব কি না, প্রশ্ন ছিল। আমার জন্য এটা বিরাট পাওনা। আমার রাজনীতিতে আসা দিলীপদার হাত ধরে। ওঁর হাত থেকে পতাকা নিই, দিলীপদা আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেন, আজ দিলীপদার আসনে আমাকে প্রার্থী করা হল। এটা আমার কাছে বিরাট পাওনা।"

গতকালই অমিত শাহ ফোন করে তাঁকে দিলীপের জায়গায় প্রার্থী হওয়ার কথা জানান বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। রবিবার তাঁকে ফোন করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আগামী দিনে নরেন্দ্র মোদির হাত শক্ত করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। তিনি জানান, দিলীপ অসাধারণ কাজ করেছেন মেদিনীপুরে। সাংগঠনিক ভাবে মেদিনীপুর মজবুত জায়গা। সেখানে নতুন করে তাঁর কিছু করার নেই বলে জানিয়েছেন। 

মেদিনীপুরে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। জুনকে যদিও শুভেচ্ছা জানিয়েছেন অগ্নিমিত্রা। তবে চোখে চোখ রেখে লড়াই হবে বলে জানিয়েছেন। বিনা যুদ্ধে একচুলও জায়গা ছাড়বেন না বলে জানিয়েছেন। তবে দিলীপের তৈরি করা জমিতে অগ্নিমিত্রাকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আপাতত প্রচারে জোর দিচ্ছেন অগ্নিমিত্রা। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Bank Holiday: হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
DA News: চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
West Bengal News: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Dol Utsav Weather : দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
Advertisement
ABP Premium

ভিডিও

Humayun on Suvendu : বিধানসভাতেই বুঝে নেবে তৃণমূলের ৪২জন বিধায়ক, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনেরKunal Ghosh: 'চেয়ারে ফেভিকল লাগানোর সিস্টেম নেই,দলের সিদ্ধান্তই চূড়ান্ত',পানিহাটির ঘটনায় বললেন কুণালNorth Bengal Medical College : ডাক্তারির ছাত্রকে শোকজ, প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিক্যালে তুলকালামHumayun Kabir: ৭২ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক আপনাকে বুঝে নেবে: হুমায়ুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Holiday: হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
DA News: চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
West Bengal News: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Dol Utsav Weather : দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
Aadhaar Card : আধার কার্ডে বার-বার ছবি বদলালে হবে ফাইন, কী বলছে নিয়ম ?
আধার কার্ডে বার-বার ছবি বদলালে হবে ফাইন, কী বলছে নিয়ম ?
Justin Trudeau: আর কানাডার প্রধানমন্ত্রী নন, সংসদ থেকে নিজের চেয়ারও তুলে নিয়ে গেলেন জাস্টিন ট্রুডো
আর কানাডার প্রধানমন্ত্রী নন, সংসদ থেকে নিজের চেয়ারও তুলে নিয়ে গেলেন জাস্টিন ট্রুডো
West Bengal News Live: হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
Mutual Fund : বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
Embed widget