![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Panchayat Top 5:এবার কি ঘোড়া কেনাবেচার ছক বাংলায়, অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক-পঞ্চায়েতের ৫ খবর
ঘোড়া কেনাবেচার ছক বাংলাতেও?অস্বস্তি বাড়ালেন ইসলামপুরের বিধায়ক...একনজরে পঞ্চায়েতের ৫ খবর
![Panchayat Top 5:এবার কি ঘোড়া কেনাবেচার ছক বাংলায়, অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক-পঞ্চায়েতের ৫ খবর Does Sukanta Majumdar Indicate Horse Trading In Bengal TMC MLA Abdul Karim Chowdhury Sparks Controversy West Bengal Top 5 Panchayat News 16 July 2023 Panchayat Top 5:এবার কি ঘোড়া কেনাবেচার ছক বাংলায়, অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক-পঞ্চায়েতের ৫ খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/16/6898ca6e1443831f882fe400d452e3551689505976625482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঘোড়া কেনাবেচার ছক বাংলাতেও?
শান্তনু ঠাকুরের পর সুকান্ত মজুমদার। বিজেপি নেতাদের কথায়, বাংলায় সরকার পতনের ইঙ্গিত। যে যার পরই জোরাল হচ্ছে অন্য আশঙ্কা। তবে কি মহারাষ্ট্রের ঘোড়া কেনাবেচার ছক বাংলাতেও ? তৃণমূল সরকার ফেলতে কি ঘোড়া কেনাবেচার ছক ? সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই বাড়ল জল্পনা। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'বাংলার সরকার যে কোনও সময় পড়ে যেতে পারে। হঠাৎ বিধায়করা মনে করতে পারেন অন্য কাউকে সমর্থন করবেন। আবার এমন গণ আন্দোলন হতে পারে, হয়ত বিধায়করা পদ ছেড়ে দেবেন'। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের থেকেও এক কদম এগিয়ে দাবি করেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর গতকালই বিস্ফোরক দাবি করেছিলেন।
অস্বস্তি বাড়ালেন ইসলামপুরের বিধায়ক...
তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ফের সুর চড়ালেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তবে এবার তিনি নিজের দলের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। 'এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না। সরকার কোনও বিল আনলে সমর্থন করব না', আক্রান্ত নির্দল প্রার্থীদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি ইসলামপুরের তৃণমূল বিধায়কের। তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে নির্দল প্রার্থীদের উপর হামলার অভিযোগ আব্দুল করিম চৌধুরীর।
দিলীপের নিশানায় সওকত...
নৌশাদের পর এবার ভাঙড় যেতে 'বাধা' আরাবুল-সওকতকে।নাম না করে সওকত মোল্লাকে নিশানা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, 'বাইরে থেকে নেতা পাঠিয়ে ভাঙড়ে অশান্তি তৈরি করা হচ্ছে।'
নৌশাদের উদ্দেশে বার্তা শুভেন্দুর...
পঞ্চায়েত ভোট পরবর্তী রাজ্য রাজনীতি এখনও উত্তপ্ত। দিকে দিকে এখনও সংঘর্ষের ঘটনা অব্যাহত। মৃত্যুও। কিছু জায়গায়, যেখানে ভোটপর্বে অশান্তি চরমে পৌঁছেছিল, সেরকমই কয়েক জায়গায় এখনও টানাপোড়েন লেগেই রয়েছে। সেই তালিকায় রয়েছে ভাঙড়। সেই ভাঙড়েরই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির উদ্দেশে এবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বাঁচতে চাইলে 'নো ভোট টু মমতা' বলুন, বলে বার্তা বিরোধী দলনেতার। ভাঙড়ের ভোট-হিংসা নিয়ে গত কয়েকদিন ধরেই ISF এবং BJP-র আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। শনিবার শুভেন্দু অধিকারীর বার্তা নিয়েও সুর চড়াতে দেরি করেনি তারা।
বিস্ফোরক শান্তনু ঠাকুর...
বছরটা ছিল ২০২২। গতবছরই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় জেরবার হয় শাসকদল। আর গতবছরই ডিসেম্বর ডেডলাইন দিয়েছিল বিজেপির শীর্ষ নের্তৃত্ব সুকান্ত-শুভেন্দুরা। অর্থাৎ মমতার সরকার পড়ে যাবে, এই ভবিষ্যতবাণী দেওয়া হয়েছিল। তবে শাসকদলের একের পর এক হেভিওয়েট গ্রেফতার হলেও, ডিসেম্বর ডেডলাইন বাস্তবে ঘটেনি। আর চলতি বছরের লোকসভা ভোটের আগে সেমিফাইনাল পঞ্চায়েত ভোটেও সবুজ ঝড়। আর এমনই এক পরিস্থিতিতে, 'আগামী ৫ মাসের মধ্যে রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে', বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)।
আরও পড়ুন:এক বছরে দিয়েছে ৪৫ শতাংশ পর্যন্ত রিটার্ন, রইল ১০টি স্মল ক্যাপ ফান্ড
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)