Post Poll Violence: গণনার আগের দিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চুঁচুড়ার বিধানপল্লি
Election 2024:ভোট পরবর্তী সংঘর্ষে তেতে উঠল চুঁচুড়া। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চুঁচুড়ার বিধানপল্লি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
চুঁচুড়া: ভোট পরবর্তী সংঘর্ষে তেতে উঠল চুঁচুড়া। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চুঁচুড়ার বিধানপল্লি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়।
পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে হামলার চেষ্টায় অভিযুক্ত বিজেপি। লাথি মেরে দরজা ভেঙে ঢোকার চেষ্টা চালানো হয় এক্ষেত্রে, শোনা যাচ্ছে সে কথাও। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল কর্মী।
হিংসার অভিযোগ...
ভোট ঘোষণার দিনে এবার কড়া হাতে হিংসা দমনের বার্তা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটগণনার আগের দিন, এই নিয়ে সাংবাদিক বৈঠকেও হিংসার প্রসঙ্গে আলোচনা করলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাত দফা লোকসভা ভোটের প্রত্যেকটিতেই এই রাজ্যে কম-বেশি হিংসার অভিযোগ উঠেছে। ভোটপর্ব শেষ হওয়ার পরও তাতে ছেদ পড়েনি। কোথাও দলের কর্মীকে মারধর, কোথাও আবার কাউন্টিং এজেন্টকে খুনের হুমকি---অভিযোগ নানাবিধ। এর মধ্যে নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকে খুনের ঘটনায় তুমুল হইচই বাধে। ভোট পরবর্তী হিংসার জেরে খুন বলে অভিযোগ। পরিবারের দাবি, বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতের নাম হাফিজুর শেখ, বয়স ৩৫ বছর। অভিযোগ, বিজেপি কর্মীর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে। কালীগঞ্জের পঁচা চাঁদপুরের রেললাইন পাড়ার বাসিন্দা ছিলেন হাফিজুর। তাঁর বাড়ির অদূরে ঘটনাটি ঘটে। শনিবার সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে খুন করা হয় বলে দাবি। ঘটনার পর কালীগঞ্জ থানা ও নাকাশিপাড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখে আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।
আর যা...
এদিনও, নানা দিক থেকে একাধিক অভিযোগ শোনা গিয়েছে। যেমন, জয়নগর লোকসভার গোসাবায় বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোট মিটতেই, গত শনিবার গোসাবার আমতলি গ্রাম পঞ্চায়েতের হাজারিপাড়ায় বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়া হয় বলে খবর। জলের পাইপলাইন কেটে দেওয়ার দায় তাদের নয় বলে দাবি করেছে তৃণমূল। নতুন করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল ISF-এর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলও ISF কর্মীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। উত্তর কাশীপুর থানার মাঝেরআইট এলাকার ঘটনা। এই ঘটনায় এক ISF কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের ৫টা বাইক আটক করা হয়েছে।
আরও পড়ুন:দিল্লি যাবে কার দখলে? এই বঙ্গের ৪২-এ পাল্লাভারী হবে কার? ভোটের সম্পূর্ণ ফল এই লিঙ্কে