ABP-CVoter Exit Poll Results 2021 Live : কেরল, তামিলনাড়ু, অসমে ক্ষমতায় কারা? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?
Kerala, Tamilnadu, Assam Exit Poll Results 2021 Live: কেরল, তামিলনাড়ু, অসমে ক্ষমতায় কারা? দেশের নজর দোসরা মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে EXIT POLL?
LIVE
Background
কলকাতা : পশ্চিমবঙ্গের পাশাপাশি একইসঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে দেশের আরও তিনটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির জনগণ আগামী পাঁচ জন্য কাদের মসনদে বসাবেন সেটাও জানা যাবে ২ মে। তার প্রাক্কালে বুথ ফেরৎ সমীক্ষায় কী উঠে আসছে, ABP-C Voter-এর বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য EXIT POLL?
ABP-Cvoter Exit Poll Results LIVE: তামিলনাড়ুতে কোন দল কত শতাংশ ভোট পাবে?
তামিলনাড়ুতে কোন দল কত ভোট পেতে পারে, সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, DMK আর কংগ্রেস জোট পেতে পারে ৪৬.৭ শতাংশ ভোট। AIADMK ও বিজেপির জোট পেতে পারে ৩৫ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১৪.৫ শতাংশ ভোট।
ABP-Cvoter Exit Poll Results LIVE: তামিলনাড়ুতে ক্ষমতা এবার কার হাতে?
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার বড় ব্যবধানে জিতে তামিলনাড়ুতে সরকার গড়তে পারে এম কে স্ট্যালিনের দল DMK ও কংগ্রেস জোট।বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ১৬০ থেকে ১৭২টি আসন পেয়ে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে DMK আর কংগ্রেস জোট। ৫৮ থেকে ৭০টি আসন পেতে পারে AIADMK ও বিজেপির জোট। প্রথমবার ভোটে লড়ে অভিনেতা কমল হাসানের মাক্কাল নিধি মইয়ম অর্থাৎ MNM জিততে পারে ০ থেকে ৪টি আসন। একদা জয়ললিতার ছায়াসঙ্গী, শশীকলার দল আম্মা মাক্কাল মুনেত্রা কজগম বা AMMK-এর ঝুলিতে যেতে পারে ১ থেকে ৫টি আসন।
ABP-Cvoter Exit Poll Results LIVE: অসমে কোন দল পাবে কত শতাংশ ভোট?
কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, তারও ইঙ্গিত রয়েছে সি ভোটারের বুথফেরত সমীক্ষায়। অসমে NDA পেতে পারে প্রায় ৪৩ শতাংশ(42.9) ভোট। অন্যদিকে, UPA পেতে পারে প্রায় ৪৯ শতাংশ(48.8) ভোট।
ABP-Cvoter Exit Poll Results LIVE: কী হতে পারে অসমের ভোটের ফল?
সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে, এবার বিজেপি নেতৃত্বাধীন NDA এবং কংগ্রেস নেতৃত্বাধীন UPA-র মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে । সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১২৬ বিধানসভা আসন বিশিষ্ট অসমে ৫৮ থেকে ৭১টি আসনে জয়ী হতে পারে NDA। প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন UPA পেতে পারে ৫৩ থেকে ৬৬টি আসন।
ABP-Cvoter Exit Poll Results LIVE: পুদুচেরিতে কোন দল পেতে পারে কত শতাংশ ভোট?
ভোট শতাংশের নিরিখেও অনেকটাই এগিয়ে থাকতে পারে NDA। সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, পুদুচেরিতে এবার ৪৭ শতাংশের (47.1) বেশি ভোট পেতে পারে NDA। UPA পেতে পারে ৩৪ শতাংশের (34.2) বেশি ভোট। অন্যান্য দলগুলি প্রায় ১৯ শতাংশ (18.7) ভোট পেতে পারে। তবে এ তো সমীক্ষা মাত্র! আসল ফল এখন EVM-বন্দী। যা খুলবে দোসরা মে।