Karnataka Election 2023: কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, রাজধানীতে সদর দফতরে চলছে উদযাপন
Karnataka Election 2023 Counting: কর্ণাটকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কংগ্রেস, রাজধানীতে আগাম আনন্দে মেতেছে কংগ্রেস।
নয়াদিল্লি: রাজধানীতে আগাম আনন্দে মেতেছে কংগ্রেস (Congress) । আজ কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোটগণনা। ৩৬টি গণনা কেন্দ্রে ২ হাজার ৬১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩।মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের পাশাপাশি আজ ভাগ্য নির্ধারণ কংগ্রেসের সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের।
কর্ণাটকে এগিয়ে কংগ্রেস
জেডিএস-এর এইচ ডি কুমারস্বামীর মতো হেভিওয়েটদেরও আজ ভাগ্য নির্ধারণ। এদিকে ইতিমধ্য়েই দ্রুত এগিয়ে চলছে গণনা। কর্ণাটকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কংগ্রেস। নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে চলছে উদযাপন। চলাকালীনই দলের প্রার্থীদের বেঙ্গালুরুতে আসতে বলল কংগ্রেস। ২০১৯-এর ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এই সতর্কতা বলে দলীয় সূত্রে খবর। 'আমরা একটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব, এতে কোনও সন্দেহ নেই। প্রধানমন্ত্রীর নেতিবাচক, বিভাজনমূলক প্রচার কাজ করেনি', দাবি কংগ্রেস নেতা পবন খেরার।
#WATCH | Celebrations underway at national headquarters of Congress party in New Delhi as counting of votes gets underway for #KarnatakaPolls. pic.twitter.com/e0eGObhLh3
— ANI (@ANI) May 13, 2023
ভোটের ফল অনুকুল হতে পারে আঁচ পেয়ে ইতিমধ্যেই উৎসবের আবহ কংগ্রেসে। কর্নাটকে তো বটেই, দিল্লিতেও চলছে হোম-যজ্ঞ। সূত্রের খবর, ভোটগণনা চলাকালীনই দলের প্রার্থীদের বেঙ্গালুরুতে আসতে বলে কংগ্রেস। ২০১৯-এর বিধায়ক হাতছাড়া হওয়ার পুনরাবৃত্তি আটকাতেই এই সতর্কতা বলে দলীয় সূত্রে খবর।
২০১৮-র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দাক্ষিণাত্যের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে ১৯টি সভা ও ৬টি রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারে নামেন অমিত শাহ, জেপি নাড্ডারাও। লড়াইয়ে টক্কর দিতে রাহুল, সনিয়া থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সকলেই প্রচার করেছেন কর্নাটকে।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
২০১৮-র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দাক্ষিণাত্যের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে ১৯টি সভা ও ৬টি রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারে নামেন অমিত শাহ, জেপি নাড্ডারাও। লড়াইয়ে টক্কর দিতে রাহুল, সনিয়া থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সকলেই প্রচার করেছেন কর্নাটকে।