West Bengal Bypoll 2021: 'গো ব্যাক স্লোগান,' তৃণমূলের বিক্ষোভের মুখে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা
West Bengal Assembly Bypoll 2021: প্রতীক লাগানো গাড়িতে চড়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, খড়দা: ভোট শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়ায় তৃণমূলের (TMC) বিক্ষোভের মুখে খড়দার (Khardah) বিজেপি (BJP) প্রার্থী জয় সাহা (Joy Saha)। তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রতীক লাগানো গাড়িতে চড়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। এই অভিযোগে যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বুথের বাইরে বেআইনি জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলই, পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থীর।
কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ চার রাজ্যের কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আর ভোটগ্রহণের শুরুতেই অশান্তির ছবি। তৃণমূলের অভিযোগ, গাড়ির সামনে লোগো ব্যবহার করে ভোট কেন্দ্রে আসেন বিজেপি প্রার্থী জয় সাহা। পাল্টা বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোটকেন্দ্রের বাইরে অবৈধভাবে জমায়েত করেছে তৃণমূল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। গোটা গলি সিল করে রাখে পুলিশ।
তবে শুধু খড়দাতেই নয়, একাধিক কেন্দ্রেই অশান্তির খবর সামনে এসেছে। এদিন দিনহাটা হাইস্কুলে ভোট দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। কিছুক্ষণের জন্য ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি, তাঁর পোলিং এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বহিরাগতদের এনে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের দিনহাটা হাইস্কুলে মক পোল চলাকালীন বুথের ভিতরে মোবাইল ফোনে কথা বলছিলেন বিজেপি প্রার্থী। অশোক মণ্ডলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল। ভোট শুরুই হয়নি, বিধিভঙ্গ কীসের, তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী।
উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah) বিধানসভা কেন্দ্রেও ত্রিমুখী লড়াই হচ্ছে। তৃণমূলের হয়ে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখানে বিজেপির প্রার্থী হয়েছেন জয় সাহা। সিপিএমের হয়ে লড়াই করছেন দেবজ্যোতি দাস। খড়দা কেন্দ্রের জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। খড়দা বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে। খড়দা বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫। মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন।
আরও পড়ুন: WB By-poll 2021: ভোটগ্রহণ শুরু ৪ কেন্দ্রে, মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী