Amit Shah: 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, আমরা ওটা নিয়েই ছাড়ব', হুঙ্কার শাহর
Hooghly News: ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে শান্তিপূর্ণ পরিস্থিতির সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে চলতে থাকা প্রতিবাদের তুলনাও টানেন শাহ...
নয়াদিল্লি : "পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমরা ওটা নিয়েই ছাড়ব।" এদিন হুগলির শ্রীরামপুরের সভায় (Hooghly Serampore BJP Rally) বক্তব্য রাখার সময় এমনই হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এর পাশাপাশি তিনি ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে শান্তিপূর্ণ পরিস্থিতির সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে চলতে থাকা প্রতিবাদের তুলনা টানেন। Lok Sabha Election 2024
শাহ বলেন, "মমতা দিদি, কংগ্রেস, সিন্ডিকেট বলে, ৩৭০ ধারা বাতিল করা যাবে না। সংসদে আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন বাতিল করা যাবে না ? ওঁরা বললেন, রক্তগঙ্গা বইয়ে যাবে। কিন্তু, এটা নরেন্দ্র মোদির সরকার। রক্তগঙ্গা তো দূর, কেউ একটা পাথরও ছুঁড়তে পারেনি। নরেন্দ্র মোদি ৩৭০ ধারা বাতিল করে পুরো কাশ্মীরকে বরাবরের জন্য ভারতের সঙ্গে জুড়ে দিয়েছেন। যখন ইন্ডিয়া জোটের শাসন ছিল, আমাদের কাশ্মীরে হরতাল হত। আজ মোদিজির প্রভাব দেখুন, কাশ্মীরে ভারতের অংশে হরতাল হয় না। পাক অধিকৃত কাশ্মীরে হরতাল হয়। আগে এখানে আজাদির স্লোগান উঠত। কাশ্মীরে। কিন্তু, এখন পাক অধিকৃত কাশ্মীরে আজাদির স্লোগান ওঠে। আগে এখানে পাথর ছোড়া হত। এখন ওখানে পাথর ছোড়া হয়। ২ কোটি ১১ লাখ পর্যটক কাশ্মীরে গিয়ে নতুন রেকর্ড গড়েছেন। আর পাক অধিকৃত কাশ্মীর আটার দামের রেকর্ড গড়ে ফেলেছে। "
এ প্রসঙ্গে বিরোধীদের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তিনি বলেন, "মণিশঙ্কর আইয়ার, ফারুক আবদুল্লা আমাদের ভয় দেখান। দেশকে ভয় দেখানোর কাজ করেন। বলেন, পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে। পাক অধিকৃত কাশ্মীরের কথা বলবেন না। শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, রাহুল বাবা আপনি যদি ভয় পেতে চান তো ভয় পান। মমতা দিদি আপনি ভয় পেতে চাইলে ভয় পান। এই পাক অধিকৃত কাশ্মীর ভারতের। আমরা ওটা নিয়েই ছাড়ব। "
শাহের বক্তব্যে এদিন উঠে আসে CAA প্রসঙ্গও। তিনি বলেন, "নাগরিকত্ব দেওয়া উচিত কি না, এই মমতা দিদি বিরোধ করেন।অনুপ্রবেশকারীদের ওঁর পছন্দ, লাল কার্পেট বিছিয়ে দেন। আজ মমতাদিদিকে বলে যাচ্ছি, আপনি ও ভাইপো যত জোর আছে লাগিয়ে দিন, আমরা শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেব।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।