CV Ananda Bose: অবাধ-শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল
Governor At Kalighta Temple: ভোটের সকালে কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল..
কলকাতা: ভোট (Lok Sabha Election 2024) শুরু হওয়ার আগেই কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। অবাধ, শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় পুজো দিলেন রাজ্যপাল।
অবাধ-শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল
এদিন সাতসকালেই কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুজো সেরে এদিন রাজ্যপাল বলেন, 'আমি বাংলার মানুষের জন্য মঙ্গল কামনা করেছি। অবাধ, শান্তিপূর্ণ ভোট হোক।' আজ রাজ্যের মধ্যে উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোটগ্রহণ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, প্রতিটা কেন্দ্রেই কড়া নিরাপত্তা। এদিকে রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দেয়নি কমিশন। কিন্তু কেন ?
রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দেয়নি কমিশন
কমিশনে, রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে জানিয়েছিল রাজভবন। তারপরেই রাজ্যপালের কোচবিহার সফর করতে বারণ করা হয়। মূলত ভোট নিরাপত্তার কারণেই সিভি আনন্দ বোসের কোচবিহার সফরের অনুমতি দেয়নি কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের কাজে ব্য়স্ত রয়েছেন জেলাশাসক, পুলিশ সুপাররা।
কেন রাজ্যপালের কোচবিহার সফরে নিষেধ ?
এদিকে ১৭ এপ্রিল সন্ধ্যা ৬ টার পরেই সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল। এই পিরিয়ড শুরু হওয়ার পরে রাজনৈতিক ব্যক্তিত্বরা যেখানকার ভোটার নন, সেখানে যেতে পারবেন না। একই নিয়ম প্রযোজ্য রাজ্যপালের ক্ষেত্রেও। এহেন পরিস্থিতিতে হাই প্রোফাইল কেউ সেখানে গেলে, কড়া নিরাপত্তার প্রয়োজন হবে। তাই যে পুলিশ ফোর্স মজুত রয়েছে, তা হাইপ্রোফাইল কারও জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন, 'বুথের কাছেই মুখ্যমন্ত্রীর ছবি ও তৃণমূলের পতাকা', উত্তেজনা কোচবিহারে
এদিকে প্রচারের শেষ দিনেও অশান্তি ছড়িয়েছিল কোচবিহারে। সেই অশান্তির যবনিকা পড়েনি আজ নির্বাচনের দিনেও। এদন সকাল থেকেই একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে। কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)