Lok Sabha Election 2024: গানে গানে ভাঙড়ে প্রচারে সায়নী, নাম না করে কটাক্ষ নওশাদকে
Saayoni Ghosh Campaign: এদিনের প্রচারে সায়নী ঘোষের সঙ্গে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড় বিধানসভার লোকসভা ভোটের কনভেনর সওকত মোল্লা।
রঞ্জিত হালদার, ভাঙড়: প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই রাস্তায় রাস্তায় শুরু হয়েছে প্রচার। পরদিন থেকেই প্রচার শুরু করেছেন যাদবপুর লোকসভা (Jadavpur Constituency) কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (TMC Candidate Saayoni Ghosh)। প্রচারে গিয়ে কখনও তাঁকে গান গাইতে দেখা গিয়েছে, কখনও আবার মোমো বানিয়ে সেরেছেন জনসংযোগ। প্রার্থী তালিকা ঘোষণার পরে প্রথম রবিবারের প্রচারে গানে গানে মাতালেন অভিনেত্রী-রাজনীতিবিদ সায়নী ঘোষ।
রবিবার ভাঙড়ের (Bhangar news) নারায়ণপুর ও প্রাণগঞ্জ এলাকায় প্রচার সারেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। কখনও কর্মিসভা করেছেন, করেছেন পথসভাও। কখনও আবার পায়ে হেঁটে পথচলতি বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগ সেরেছেন তৃণমূল প্রার্থী। এদিনের প্রচারে সায়নী ঘোষের সঙ্গে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড় বিধানসভার লোকসভা ভোটের কনভেনর সওকত মোল্লা। এদিন ভোটের প্রচারে গান গেয়েছেন তিনি। গানে গানে কটাক্ষ করেছেন বিরোধীদের।
এদিন বক্তব্য রাখার সময় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলেন, 'বিজেপি ভোট চাইতে এলে হাত ধরে বলবে টাকা দিতে।' ভাঙড়ে প্রচারে গিয়ে ভাঙড়ের আইএসএফ-এর বিধায়ককেও নাম না করে কটাক্ষ করেছেন সায়নী। যাঁকে ভোট দিয়ে জেতানো হয়েছে তাঁকে খুঁজে পাওয়া যায় না বলেও কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী।
যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার মধ্যে অন্যতম ভাঙড়। গত লোকসভা নির্বাচনে যাদবপুরে বিপুল ভোটে জিতেছিল তৃণমূল। ভোট প্রাপ্তির নিরিখে দেখা গিয়েছিল ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে সবচেয়ে বেশি লিড পেয়েছিল তৃণমূল। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই ভাঙড়েই সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির কাছে হেরে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। তারপরে পঞ্চায়েত ভোটেও তুমুল হিংসা দেখেছিল ভাঙড়। বোমাবাজি, হামলা-মৃত্যু কিছুই বাদ যায়নি। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছেন একটি পুরনো খুনের মামলায়। এখন ভাঙড় এলাকায় লোকসভা ভোটের কনভেনর সওকত মোল্লা। বিধানসভা ভোটের হারের জায়গায় ফের গত লোকসভা ভোটের মতোই ভাঙড় থেকে বড় মার্জিন ধরে রাখার জন্য শুরু থেকেই জোরদার প্রচারে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।