Lok Sabha Poll 2024: 'দাদুর' হয়ে 'নাতির' ভোট, দাদুর নামই বলতে পারল না 'নাতি' !
Nadia Vote Rigging: দাদুর নাম কি? বলতেই পারল না 'নাতি'! নদিয়ার তেহট্টে 'ভুয়ো নাতিকে' ধরলেন এবার কৃষ্ণনগরের জোট প্রার্থী..
নদিয়া: প্রতিটা নির্বাচনেই ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। কখনও ভোট বয়কট হওয়ার পরেও ৯৫ শতাংশ ভোট পড়ার ঘটনা সামনে এসেছিল বাংলার পঞ্চায়েত ভোটে। মৃতের হয়েও ভোট পড়ার ঘটনাও এর আগে সামনে এসেছে। একুশের বিধানসভা নির্বাচনেও গুণীজনেরা তাঁদের গুণের বাহার দেখাতে গিয়ে, সাংবাদিক সামনে পড়ে ছুট দিয়েছিলেন। কখনও নিউটাউন, কখন সল্টলেক-সহ রাজ্যের অলিতে গলিতে ছাপ্পার ভোটের নজির রয়েছে। তবে এবার বোধহয় ভুয়ো ভোট দিতে গিয়ে আরও একধাপ পেরোল। তবে শেষ রক্ষা হয়নি। তেহট্টে 'ভুয়ো নাতিকে' ধরলেন খোদ কৃষ্ণনগরের জোট প্রার্থী।
দাদুর নাম কি? বলতেই পারল না 'নাতি'!
'দাদুর' হয়ে 'নাতির' ভোট, নামই জানা নেই। দাদুর নাম কি? বলতেই পারল না 'নাতি'! সাংবাদিকদের সামনে পড়ে প্রায় হকচকিয়ে গেল। শূন্য দৃষ্টি তাঁকিয়ে সে। এদিকে নাতি পরিচয় দেওয়া সত্ত্বেও দাদুর নাম বলতে পারল না। 'বাইরে থাকি তো, তাই ভুলে গেছি', প্রশ্নের মুখে আজব যুক্তি অভিযুক্ত 'নাতির'। ক্যামেরার সামনে যেটা বলল, তারপর আর ধৈয্যে কুলিয়ে উঠতে পারেননি কৃষ্ণনগরের জোট প্রার্থী। নদিয়ার তেহট্টে 'ভুয়ো নাতিকে' ধরলেন এবার কৃষ্ণনগরের জোট প্রার্থী।
ভুয়ো ভোট ভুরিভুরি
প্রসঙ্গত, ভুয়ো ভোট বা ছাপ্পা ভোটের লাল কালির দাগ এরাজ্যে অনেক আগে থেকেই। অতীতে একাধিক বার এই ঘটনা সামনে এসেছে। বিশেষ করে সিসিটিভির যুগে তো ভুয়ো ভোটারদের পার পাওয়া দায়। তবে সেখানেও ট্যুইস্ট রয়েছে এই রাজ্যেই। অতীতে নির্বাচন চলা কালীন, সিসিটিভি নিয়েও কারসাজি করার অভিযোগ উঠেছিল। সহজ কথায় বলতে গেলে, দেখার সব পথ বন্ধ করে দেওয়া আরকি। ঘর নিশ্চিদ্র হওয়া সত্ত্বেও, বাসরঘরে মাশুল গুণতে হয়েছিল চাঁদ সওদাগরের পুত্র লক্ষ্মীন্দরকে। তবে তার থেকেও বোধহয় নিশ্চিদ্র নিরাপত্তা থাকে প্রতিটা ভোটে। তবুও সিসিটিভির চোখকেও কিছুক্ষণের জন্য অকেজো করে দেওয়ার অভিযোগ উঠেছিল অতীতে।
আরও পড়ুন, 'শেষ ২ দফায় ঢুকবে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী', তৃণমূলের খেলা শেষের হুঙ্কার শুভেন্দুর
'বাইরে থাকি তো, তাই ভুলে গেছি'
তবে প্রতিটা ভোটে যেমন ভুয়ো ভোট হয়, ঠিক তেমনই তা আটকাতে নিরাপত্তাতেও মুড়ে ফেলা হয়। এবার বাংলার বুথগুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সে সব কিছুর মাঝেই এদিন দাদুর 'ভুয়ো নাতি' এলেন। ভোটও দিলেন। কিন্তু পার পেলেন না। প্রশ্নের মুখে হুমড়ি খেয়ে পড়লেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।