Lok Sabha Elections 2024 : গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের মঞ্চে প্রথম দফায় ষোলোশোরও বেশি প্রত্যাশীর ভাগ্য নির্ধারণ সাড়ে ষোলো কোটিরও বেশি মানুষের হাতে
First phase polling : ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ৪,৬২৭টি ফ্লাইং স্কোয়াড, ৫,২০৮টি পরিসংখ্যানগত নজরদারি টিম, ২,০২৮টি ভিডিয়ো সারভাইল্যান্স টিমের ব্যবস্থা করা হয়েছে। ১,২৫৫টি ভিডিয়ো ভিউয়িং টিম কাজ করবে।
কলকাতা : প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। দেশের প্রায় এক লাখ সাতাশি হাজার ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ার পক্ষে সওয়াল আগেই করেছিল নির্বাচন কমিশন। সেই সওয়ালে সিলমোহর লাগবে কি না তা প্রথম দফায় ঠিক করবেন দেশের একশো দুটি লোকসভা কেন্দ্রের ভোটাররা। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের প্রথম দফা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তা ঘিরে সাজো সাজো রব দেশের ২১টি রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে। ভোট রয়েছে অরুণাচল প্রদেশ, সিকিমের বিরানব্বইটি বিধানসভা আসনেও।
প্রথম দফার ভোটের হাইলাইটস
১৯ এপ্রিল । দেশে প্রথম দফার লোকসভা ভোট। ভোট শুরু হবে সকাল সাতটায়। শেষ হবে সন্ধে ৬ টায়।
প্রথম দফায় ভোটারের মোট সংখ্যা ১৬.৬৩ কোটিরও বেশি। ভোট নেওয়া হবে প্রায় ১.৮৭ লাখ ভোট কেন্দ্রে। ১,৬২৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।
প্রথম দফার ভোটে ১৮ লাখেরও বেশি ভোট কর্মী ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন। ২১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি লোকসভা আসন এবং ৯২টি বিধানসভা আসনে একইসঙ্গে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে।
প্রথম দফার ভোটে ১৬.৬৩ কোটিরও বেশি ভোটার থাকছেন। তার মধ্যে প্রায় ৮.৪কোটি পুরুষ ও ৮.২৩ কোটি মহিলা ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১,৩৭১ জন।
১৯ এপ্রিল প্রথম দফার ভোটে প্রথমবারের জন্য ভোট দিচ্ছেন অর্থাৎ নতুন ভোটাধিকার অর্জন করেছেন ৩৫.৬৭ লাখ ভোটার। এছাড়াও ৩.৫১ কোটি ভোটার রয়েছেন ২০ বছর থেকে ২৯ বছর বয়সের মধ্যে।
ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, পরিকাঠামো, সুরক্ষা দিয়ে তা নিশ্চিত করতে সদা সচেষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কেন্দ্রে সুরক্ষা কর্মী ও ভোটকর্মীদের পৌঁছনোর জন্য ৪১টি হেলিকপ্টার, ৮৪টি স্পেশাল ট্রেন এবং প্রায় এক লাখ অন্যান্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
প্রথম দফার ভোটে সমস্ত ভোট কেন্দ্রের জন্যই থাকছেন মাইক্রো অবজ়ার্ভার। ওয়েবকাস্ট করা হবে ৫০ শতাংশেরও বেশি বুথে।
৩৬১ জন অবজার্ভার ইতিমধ্যেই তাঁদের জন্য নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। তাঁরাই মূলত কমিশনের চোখ এবং কান হিসেবে আগামীকাল কাজ করবেন।
ভোটের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ফ্লাইং স্কোয়াড থাকছে ৪,৬২৭টি। পরিসংখ্যানগত নজরদারি টিমের সংখ্যা ৫,২০৮। ভিডিয়ো সারভাইল্যান্স টিম ২,০২৮ টি। ভিডিয়ো ভিউয়িং টিম থাকছে ১,২৫৫টি।
মদ, মাদক, ড্রাগ, নগদ, এবং উপঢৌকনের উপর নজরদারি চালাতে ১,৩৭৪টি আন্তঃরাজ্য ও ১৬২টি আন্তর্জাতিক বর্ডার চেকপোস্টে কড়া নজরদারি করা হচ্ছে। নজরদারি রয়েছে আকাশপথ ও সমুদ্রপথ চালিত সবকটি রুটে।
কমিশনের পূর্ব ঘোষণা মতো, বয়স্কদের বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থাও করা হয়েছে।
প্রথম দফার ভোটের হাইলাইটস
- ৮৫ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা প্রথম দফায় ১৪.১৪ লাখেরও বেশি। প্রতিবন্ধকতা রয়েছে এমন ভোটার ১৩.৮৯ লাখ। এই ভোটাররা বুথে এসে ভোট দিতে চাইলে সবরকম সহায়তা করবে নির্বাচন কমিশন। কমিশনের সক্ষম অ্যাপের মাধ্যমে হুইলচেয়ারও বুক করে ফেলা যাবে। এছাড়াও বুথে থাকছে জল, ছাউনি, টয়লেট, র্যাম্প স্বেচ্ছাসেবক সহায়তা এবং বিদ্যুতের ব্যবস্থা। ১০২ টি আসনে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে মডেল পোলিং স্টেশন। পাঁচ হাজারেরও বেশি পোলিং বুথ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। ভোটার কার্ড ছাড়াও ১২টি অন্য বিকল্প ডকুমেন্ট দিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।