Dilip Ghosh: মন্তেশ্বরের পর বর্ধমান, ফের দিলীপের কনভয়ে হামলা
Loksabha Election 2024: দিলীপের কনভয়ের গাড়ি ভাঙচুর, ২ জওয়ান আহত
বর্ধমান: মন্তেশ্বরের পর এবার বর্ধমানে দিলীপের (Dilip Ghosh) কনভয়ে হামলা। ভাঙল কনভয়ের গাড়ি। দিলীপের কনভয়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় ২ জওয়ান আহত। ঘটনায় কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি প্রার্থী।
ফের দিলীপের কনভয়ে হামলা: এদিন বর্ধমানের কালনা গেটে ফের দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয়। দিলীপ ঘোষের গাড়ির ঠিক পিছনে যে গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বসেন, সেই গাড়ির পিছনে কাচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন ভেতরে বসে থাকা দুই জওয়ান। এবিষয়ে দিলীপ ঘোষ বলে, "কালনা গেট এলাকায় একটি বুথ থেকে এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়েছিল। খবর পেয়ে আমি গেলাম বসাতে, তখন আমার উপর আক্রমণ করা হল। গাড়ি ভাঙা হল। দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। একজনের মাথা ফেটে গেছে। যাঁরা অসামাজিক কাজকর্ম করে তাঁদের আড্ডা এখানে। কাউকে ভোট করতে দেওয়া হয় না। কোনও এজেন্ট বসতে দেওয়া হয় না। এবার বিজেপির এজেন্ট বসেছে তাই কষ্ট হচ্ছে। আক্রমণ করছে। নির্বাচন কমিশন ও বাহিনী চুপ। পার্টির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে হিংসা হচ্ছে।''
এদিনই মন্তেশ্বরের তুল্লাবাজারে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে ধাক্কাধাক্কি তৃণমূল কর্মীদের। পাথর ছুড়ে ভাঙা হয় দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর গাড়ির কাচ। জখম হন এক নিরাপত্তা কর্মী। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। জয় বাংলা স্লোগান দেন তাঁরা। ভাঙা হয় সংবাদমাধ্যমের গাড়িও। দিলীপ ঘোষ অভিযোগ করেন, পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। এরপর নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে বিজেপি প্রার্থীকে ওই এলাকা থেকে বার করে নিয়ে যান। দিলীপ ঘোষকাণ্ডের জেরে সক্রিয় নির্বাচন কমিশন। দিল্লি থেকে দফায় দফায় ফোন এসেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কী হয়েছে বিস্তারিত জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি উপহার! ভোটের বাংলায় নয়া বিতর্ক