Loksabha Election 2024: প্রথমদফার ভোটে অশান্তি বাংলায়, কমিশনে ভূরিভূরি অভিযোগ
Loksabha Poll 2024: সূত্রের খবর, শুধুমাত্র কোচবিহারেই জমা পড়ল ১৭২টি অভিযোগ। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের তথ্য জানতে চেয়ে সিইও-র দফতরে ফোন দিল্লির নির্বাচন কমিশনের।
![Loksabha Election 2024: প্রথমদফার ভোটে অশান্তি বাংলায়, কমিশনে ভূরিভূরি অভিযোগ Loksabha Election 2024 First Phase Vote Coochbehar, Jalpaiguri, Alipurduar Chaos complaints in Election Commission Of India Loksabha Election 2024: প্রথমদফার ভোটে অশান্তি বাংলায়, কমিশনে ভূরিভূরি অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/19/1c75509f297c2376cd44092cdb8978f7171351563405951_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রুমা পাল, কলকাতা: প্রথম দফায় ৩ কেন্দ্রের ভোটেই (Loksabha Election 2024) কমিশনে ভূরিভূরি অভিযোগ। অশান্তির একের পর এক অভিযোগ জমা পড়ছে কমিশনে। ৬ ঘণ্টায় ৩৮৩টি অভিযোগ জমা পড়ল কমিশনে।
কমিশনে ভুরিভুরি অভিযোগ: কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার তিন আসনে ভোট গ্রহণ চলছে। ভোট শুরুর আগে থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে। এই তিন কেন্দ্রের মধ্য়ে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কোচবিহারে। সূত্রের খবর, শুধুমাত্র কোচবিহারেই জমা পড়ল ১৭২টি অভিযোগ, আলিপুরদুয়ারে ১৩৫টি অভিযোগ এবং জলপাইগুড়িতে ৭৬টি অভিযোগ জমা পড়েছে। কোচবিহার নিয়ে জানতে চেয়ে সিইও-র দফতরে ফোন দিল্লির নির্বাচন কমিশনের (Election Commission Of India)।
কোচবিহারে অশান্তির ছবি: প্রথমদফার ভোটে অশান্তির এপিসেন্টারে পরিণত হয় কোচবিহার। চান্দামারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। মাথাভাঙায় ক্যাম্প বসানো নিয়ে বিজেপি-তৃণমূল হাতাহাতি হয়। ভোট দিতে এসে শীতলকুচিতে চোখ ফাটল এক ভোটারের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভোট শুরুর আগে কোচবিহার শহরে উত্তেজনা। ১৮ নম্বর ওয়ার্ডের তোর্সার চর এলাকায় সিপিএম সমর্থককে ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারে মাথা ফেটে গিয়েছে বিজেপির বুথ সভাপতির। এই নিয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার চান্দামারিতে উত্তেজনা ছড়াল। অভিযোগ, গতকাল রাতে বিজেপির বুথ সভাপতি লব সরকার যখন নিজের বুথে যান সেই সময় তাঁকে রাস্তায় আক্রমণ করে তৃণমূলের লোকজন। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি বিজেপি নেতা। তৃণমূল-বিজেপি চাপানউতোরে সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের চান্দামারি। বিজেপির বুথ সভাপতির মাথা ফাটার পর, বুথে এজেন্ট বসানো নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে।
প্রথম দফায় অশান্তি দুই কেন্দ্রে: বুথের বাইরে তৃণমূল প্রার্থীর ছবি ও নাম লেখা ব্যাজ পরে তৃণমূল কর্মীর ঘুরে বেড়ানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় বিজেপির বুথ অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্য়দিকে, তুফানগঞ্জের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা এলাকায় তৃণমূলের পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: শুরু লোকসভা নির্বাচন, বাংলার ভোটারদের কাছে আবেদন অমিত শাহর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)