Loksabha Elections 2024: বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ, শুভেন্দুর সভা শেষে তীব্র উত্তেজনা বালিসাই ও রামনগরে
Loksabha Elections 2024: রবিবার বিকেলে শুভেন্দু অধিকারীর সভা ছিল রামনগরে। সভা শেষের পর বিজেপি কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখন বালিসাইতে তাঁদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
ঋত্বিক প্রধান, রামনগর: পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার বিকেলে নির্বাচনী জনসভা করেন পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar)। তাঁর সভা শেষ হওয়ার পরেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় (TMC BJP Clash) বালিসাই ও রামনগরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পূর্ব নির্ধারিত সূচী মেনে রামনগরে নির্বাচনী জনসভা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর সভা শেষের পর সেখানে থেকে বাড়ি ফিরছিলেন বিজেপির কর্মীরা। বাড়ি ফেরার পথে বালিসাইতে বিজেপির কর্মী-সমর্থকদের ওপর আচমকা হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে। বিষয়টির খবর শোনার পরেই উত্তেজিত হয়ে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ জানিয়ে রামনগর জাতীয় সড়কের ওপর অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে ঘটনাস্থলে থাকা বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে।
অন্যদিকে বিজেপির অবরোধের খবর পেতেই বালিসাইতে ফের অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। অবরোধ ও পাল্টা অবরোধের ঘটনায় দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের ওপর ব্যাপক যানজট হয়। বালিসাই ও রামনগরে ছড়ায় ব্যাপক উত্তেজনা।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: ভোটের আগে আরও ৪ আধিকারিককে অপসারণ কমিশনের! তালিকায় কারা?
তৃণমূল কংগ্রেস হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী বালিসাই হাসপাতালে ভর্তি আছেন।
সন্ধ্যায় নন্দীগ্রামে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে চোর স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পাল্টা স্লোগান দেন কনভয়ের সঙ্গে থাকা বিজেপি কর্মীরাও। স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় সেখানও। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এখনও সেখানে উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার বরাহনগরেও বিজেপির সভা চলাকালীন তৃণমূলের মিছিল যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সন্ধ্যা সাড়ে আটটার সময় এই ঘটনার জেরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় বলেও জানা গেছে। ঘটনাস্থলে তখন বরাহনগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষও উপস্থিত ছিলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Egra News: এগরায় উদ্ধার প্রচুর বোমা ও বারুদ উদ্ধারের জের, তদন্তে বম্ব স্কোয়াড